কলকাতা : সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET 2024) -এর জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে, আবেদন করতে পারেন। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ( Central Teacher Eligibility Test )। পরীক্ষা হবে ২০২৪-এর ২১ জানুয়ারি। ইচ্ছুক পরীক্ষার্থীরা CTET রেজিস্ট্রেশন করে নিতে পারেন এখনই। ctet.nic.in - ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাচ্ছে। ২৩ নভেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। 

একঝলকে আবেদন প্রক্রিয়া 

১. CTET-এর সরকারি ওয়েবসাইট ctet.nic.in.- এ যান। 
২. "Apply for CTET Jan 2024"- লিঙ্কে যান ও ক্লিক করুন। 
৩. আপনি যদি নতুন প্রার্থী হন, "New Registration" বিকল্পটি বাছুন ও রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করুন।
৪. রেজিস্ট্রেশন সফল হলে, লগ ইনের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে CTET আবেদন পত্র পূরণ শুরু করুন। প্রয়োজনীয় তথ্য, যেমন আপনার নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্যাদি, শিক্ষাগত যোগ্যতা, ভাষা বিকল্প, পরীক্ষাকেন্দ্রের বিকল্প ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করুন।      
৫. নির্দেশিকা মেনে আপনার ফটো ও সইয়ের স্ক্যানড কপি আপলোড করুন।
৬. আবেদন পত্র পূরণ হলে ফি পে করুন। 
৭. পেমেন্ট সম্পূর্ণ হলে, আবেদন পত্রটির কপি সেভ বা প্রিন্ট করে নিতে ভুলবেন না। সঙ্গে সেভ বা প্রিন্ট করে নিন আপনার পেমেন্ট রেকর্ডও।

আগামী ২১ জানুয়ারি দুটি অর্ধে হবে পরীক্ষা। প্রতি অর্ধেই পরীক্ষা হবে আড়াই ঘণ্টা করে। দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। প্রথম পত্রের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে। চলবে সাড়ে ৪টে পর্যন্ত। 

 

আবেদন করা যাবে CTET ওয়েবসাইট https://ctet.nic.in-এ ৩ নভেম্বর ২০২৩ থেকে করা যাচ্ছে আবেদন
অনলাইনে আবেদন করার শেষ দিন ২৩ নভেম্বর ২০২৩। ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত করা যাবে আবেদন
ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং-এর সাহায্যে ফি জমা দেওয়ার শেষ দিন ২৩ নভেম্বর ২০২৩। ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত।
ব্যাঙ্ক দ্বারা ফি পেমেন্টের চূড়ান্ত ভেরিফিকেশনের দিন ২৮ নভেম্বর, ২০২৩। 
কোনও সংশোধন করার থাকলে, অনলাইনে করে নিতে পারবেন প্রার্থী  ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। ২ ডিসেম্বরের পরে আর কোনও অবস্থাতেই কোনওরকম সংশোধন করা যাবে না।
অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার ২ দিন আগে থেকে ডাউনলোড করে নেওয়া যাবে অ্যাডমিট কার্ড
পরীক্ষার দিন ২১ জানুয়ারি, ২০২৪ (রবিবার)
ফলপ্রকাশ ২০২৪-এর ফেব্রুয়ারির শেষে (সম্ভাব্য)

আরও পড়ুন : আগামী বছর কবে জয়েন্ট এন্ট্রান্স? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড


Education Loan Information:

Calculate Education Loan EMI