CUET PG 2023: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা শুরু কবে? জেনে নিন বিভিন্ন খুঁটিনাটি তথ্য

Common University Entrance Test for Postgraduate 2023: CUET PG 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। বিভিন্ন রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Continues below advertisement

CUET PG 2023: বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির জন্য Common University Entrance Test for Postgraduate (CUET PG) 2023 বা সাধারণ প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে ১ থেকে ১০ জুনের মধ্যে। সম্প্রতি একথা ঘোষণা করেছে উইনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি- র চেয়ারম্যান এম জগদীশ কুমার। CUET PG 2023 পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে। বিভিন্ন রিপোর্ট সূত্রে এমনটাই জানা গিয়েছে। খুব তাড়াতাড়ি CUET PG 2023- র জন্য অ্যাপ্লিকেশন ফর্মের ঘোষণা করা হবে। cuet.nta.nic.in এই অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্ম।

Continues below advertisement

 

ইউজিসি- র চেয়ারম্যান এম জগদীশ কুমার ট্যুইট করে জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ১ জুন থেকে ১০ জুনের মধ্যে CUET PG 2023 পরীক্ষার আয়োজন করবে। অ্যাপ্লিকেশন প্রসেসও শুরু হবে ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে। CUET-PG 2023 পরীক্ষায় পরীক্ষার্থীরা যে নম্বর পাবেন বা স্কোর করবেন, তার ভিত্তিতেই বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। ইউজিসি চেয়ারম্যান এও জানিয়েছেন যে, সম্ভবত জুলাই মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষার ফলপ্রকাশ হবে। CUET PG 2022 পরীক্ষা হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে। পরবর্তী পর্যায়ে পরীক্ষা হয়েছিল ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে। ২৬৯টি শহরে ছিল ৫৭০টি পরীক্ষা কেন্দ্র। ভারতের বাইরেও চারটি শহরে পরীক্ষা হয়েছিল। আর CUET PG 2022 পরীক্ষার ফলপ্রকাশ হয়েছিল ২৬ সেপ্টেম্বর। 

গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক পাশের (Graduation) পরেই পড়ুয়ারা যোগ দিতে পারবেন পিএইচডি- তে (Phd)। অর্থাৎ রিসার্চ বা গবেষণা করার সুযোগ পাবেন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (UGC) চেয়ারপার্সন এম জগদীশ কুমার জানিয়েছেন এই নতুন প্যাটার্নের কথা। নতুন নিয়মে স্নাতক পাশের পরেই সরাসরি পিএইচডি করার সুযোগ পাবেন। এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন, চার বছরের প্রোগ্রাম পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিন বছরের স্নাতক প্রোগ্রাম বন্ধ করা হবে না। ইউজিসি- র প্রধান জানিয়েছেন, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না। 

আরও পড়ুন- গ্র্যাজুয়েশনের পরেই পিএইচডি! নতুন ঘোষণা ইউজিসি-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola