DGCA Jobs: ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন সংক্ষেপে ডিজিসিএ সংস্থায় চলছে নিয়োগ। অনেকগুলি পদে করা হবে এই নিয়োগ। তবে আবেদনের (DGCA Jobs) জন্য হাতে আর বেশি সময় নেই। আগামী ৭ মার্চের মধ্যেই করে ফেলতে হবে এই সংস্থায় আবেদন। মূলত ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর পদের জন্য এই নিয়োগ (Recruitment News) করা হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থায়। এই নিয়োগের অধীনে সিনিয়র ফ্লাইট অপারেশনস ইনস্পেক্টর, ফ্লাইট অপারেশনস ইন্সপেক্টর (এরোপ্লেন), ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (হেলিকপ্টার) পদে করা হবে এই নিয়োগ।
এই চাকরি কোনো স্থায়ী চাকরি নয়। এক বছরের চুক্তিতে এই পদে নিয়োগ করা হবে কর্মীদের। প্রার্থীরা মাসিক লক্ষাধিক বেতন পাওয়া যাবে এই পদগুলিতে কাজের জন্য। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য। এদিন বিকেল ৩টের মধ্যেই করতে হবে আবেদন।
পদের বিবরণ
সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (এরোপ্লেন) – ১টি পদ
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর – ১০টি পদ
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (হেলিকপ্টার) – ৫টি পদ
যোগ্যতা কী লাগবে
যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা ও গণিতে দ্বাদশ বা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। আর আগ্রহী আবেদনকারী প্রার্থীদের একটি বৈধ এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স বা এটিপিএল থাকতে হবে। এমনকী বাণিজ্যিক হেলিকপ্টার চালানোর লাইসেন্সও থাকতে হবে প্রার্থীর কাছে।
কত হবে বেতন
সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (এরোপ্লেন) পদের জন্য মাসিক বেতন হবে – ৭ লাখ ৪৬ হাজার টাকা
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (এরোপ্লেন) পদের জন্য মাসিক বেতন – ৫ লাখ ২ হাজার ৮০০ টাকা
ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর (হেলিকপ্টার) পদের জন্য মাসিক বেতন – ২ লাখ ৮২ হাজার টাকা
বয়সসীমা
এই নিয়গের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ৫৮ বছর নির্ধারিত করা হয়েছে। তবে সিনিয়র ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর পদের জন্য ৬৪ বছর বয়স নির্ধারিত করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এই পদের জন্য। আর অনলাইনে ফর্মপূরণ করে তা নির্ধারিত ইমেলে পাঠাতে হবে প্রার্থীদের। এর জন্য সেই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে তাতে স্বাক্ষর করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তা ইমেলে পাঠাতে হবে।
আরও পড়ুন: Skype: বিদায় নেবে স্কাইপ, বন্ধ হয়ে যাবে একদা জনপ্রিয় এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম
Education Loan Information:
Calculate Education Loan EMI