Recruitment News: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে এবার চাকরির সুযোগ, কর্মখালি। হিউম্যান রিসোর্স পদে নিয়োগ হবে। ৫৮ বছর বয়সের মধ্যে হলেই আবেদন করতে পারবেন আপনিও। যোগ্যতা অনু্যায়ী বেতনও পাবেন নির্বাচিত প্রার্থী। মূলত ম্যানেজারিয়াল কাজকর্মের জন্যেই করা হবে এই নিয়োগ। দেখে নিন কীভাবে আবেদন করবেন এবং কারাই বা আবেদনের যোগ্য।
শূন্যপদ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য আসন সংখ্যা কেবলমাত্র একটিই খালি আছে।
বয়সসীমা
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে সর্বাধিক ৫৮ বছরের মধ্যে।
বেতন কাঠামো
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন তাঁদের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে হিউম্যান রিসোর্স পদে যুক্ত হওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বা বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলরস ডিগ্রি থাকতে হবে অর্থাৎ প্রার্থীকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
অভিজ্ঞতা প্রয়োজন
এই কাজে আগ্রহী প্রার্থীর ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা দরকার। তবে তাঁর সঙ্গে প্রার্থীর আরও কিছু গুণ থাকা দরকার। তাঁর মধ্যে অর্গানাইজেশন স্কিল থাকতে হবে, লেবার ল ও অর্গানাইজেশন সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। সমস্যা দ্রুত সমাধানের এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা চাই প্রার্থীর মধ্যে। বহুমাত্রিক কাজের পরিবেশের মধ্যে থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের মেয়াদ
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে কাজের জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্ত হতে হবে। নির্বাচিত প্রার্থীরা কাজ করতে পারবেন দিল্লিতে। এছাড়া, প্রজেক্টের প্রয়োজনীয়তার ভিত্তিতে কাজের স্থল পরিবর্তন হতে পারে।
কীভাবে প্রার্থী নির্বাচন হবে
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে বাছাই করে সংস্থার পক্ষ থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে।
কবে আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের জন্য শেষ দিন কবে তা এখনও স্পষ্ট করে জানায়নি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। তবে এর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
কীভাবে আবেদন
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI