Job News: ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (ECR) অর্থাৎ পূর্ব-মধ্য রেলওয়ে অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিযুক্ত করতে চলেছে। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ecr.indianrailways.gov.in - এর মাধ্যমে আবেদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ১১৪৯টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। 

Continues below advertisement


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা 


আবেদনকারীদের অতি অবশ্যই ম্যাট্রিক অর্থাৎ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কিংবা পাশ করতে হবে এর সমতুল্য (under 10+2 examination system) কোনও পরীক্ষায়। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীদের। স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। অন্যদিকে আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া উচিৎ, ২৫/১০/২০২৫ অনুসারে। 



আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে, একনজরে দেখে নিন 


বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা আবেদন করেছেন তাঁদের নাম শর্টলিস্ট করে মেধাতালিকা তৈরি করা হবে ওই আবেদনকারীদের দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এই নম্বরের গড় করা হবে। এর সঙ্গে যোগ হবে আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর। দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া হবে। 


অ্যাঅলিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, জেনে নিন 


তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলাদের কোনও অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যাবে। এর পাশাপাশি ব্যবহার করা যাবে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাও। অনলাইন পেমেন্টের জন্য কোনও ট্রানজাকশন চার্জ দিতে হলে, সেটাও দিতে হবে আবেদনকারীদের। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বাকি সমস্ত খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে।           


অন্যান্য চাকরির খবর 


ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে চাকরির সুযোগ। আবেদন করা যাবে ট্রেনি ইঞ্জিনিয়ারের পদের জন্য। আগ্রহী এবং যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। BEL- এর অফিশিয়াল ওয়েবসাইট bel-india.in - এর সাহায্যে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৬১০টি। আবেদন জানানোর শেষ তারিখ ৭ অক্টোবর। যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে BEL - এর অফিশিয়াল ওয়েবসাইটে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।



Education Loan Information:

Calculate Education Loan EMI