Food Corporation of India Jobs: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় (FCI Recruitment) ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই পদে আগ্রহী চাকরিপ্রার্থীদের অফিশিয়াল সাইটে বিস্তারিত  বিবরণ দেখে নিতে হবে।

আবেদন শুরুর তারিখ : ২৭  অগাস্ট ২০২২আবেদন শেষের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২২

আবেদনের পদ্ধতি: অনলাইননিয়োগকারী সংস্থা: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পদের নাম: ম্যানেজার কর্মস্থল : সারা ভারতে হবে নিয়োগ

FCI Vacancy DetailsPost Nam              Total Post

Manager General       19

Manager Depot         15

Manager Movement      06

Manager Account       35

Manager Technical     28

Manager Civil Engineering   06

Manager Electrical Mechanical Engineering  01

Manager Hindi         03

FCI Recruitment: শিক্ষাগত যোগ্যতা ম্যানেজার ডিপোট: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর।  CA/CS/ICWA ও  ST/ST/PH-এর জন্য ৫৫ শতাংশ মার্কস পাশ।ম্যানেজার অ্যাকাউন্ট: বি.কম ও এমবিএ ফিন্যান্স ডিগ্রি / ২ বছরের ডিপ্লোমা বা সিএ / সিএস থাকতে হবে চাকরিপ্রার্থীর।ম্যানেজার টেকনিক্যাল: বিএসসি এগ্রিকালচার অথবা ফুড সায়েন্সে বিই, বিটেক। এই বিষয়ে অন্য় পদগুলির শিক্ষাগত যোগ্যতা জানতে বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

Food Corporation of India Jobs: বয়সসীমাসব ধরনের ম্যানেজারের পদে বয়সসীমা ২৮ বছর।কেবল হিন্দি ম্যানেজারে পদে জন্য বয়সসীমা ৩৫ বছর রাখা হয়েছে।

FCI Recruitment:আবেদন মূল্যএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে Debit Cards, Credit Cards, Internet Banking ও  UPI – প্রার্থীকে নিম্নলিখিত আবেদনমূল্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-চালান এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ক্ষেত্রে সব কাজের জন্য ৮০০ টাকা চাকরির ফি রাখা হয়েছে।

Food Corporation of India Jobs: নিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে |অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা। ইন্টারভিউট্রেনিং  (হিন্দি ম্যানেজারের পোস্ট ছাড়া)

FCI Recruitment:কীভাবে আবেদন করবেন ?উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিশিয়াল ওয়েবসাইট http://fci.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন | নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারেন।

 

 

 

 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI