Jobs: চাকরি খুঁজছেন? এই সপ্তাহে তাহলে আপনার নজর থাকুক এই চারটি চাকরির (Jobs and Recruitment) দিকে। একনজরে দেখে নিন খুঁটিনাটি তথ্য।


India Post GDS Recruitment 2023: পোস্ট অফিসের কাজের আগ্রহ থাকলে এটাই হতে পারে সেরা সময়। বর্তমানে ইন্ডিয়া পোস্ট ৪০,৮৮৯টি গ্রামীণ ডাক সেবক (GDS) পদ পূরণের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট, indiapostgdsonline.gov.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন। ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক পদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি এই কাজ শেষ হবে। প্রার্থীরা ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আবেদনগুলি সম্পাদনা বা সংশোধন করার সুযোগ পাবেন। Gramin Dak Sevaks (GDS) (Branch Postmaster(BPM)/Assistant Branch Postmaster(ABPM)/Dak Sevak- এই পদের জন্য নিয়োগ করা হবে। 


CRPF Recruitment 2023: সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা সিআরপিএফে অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই (স্টেনো) পদে নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদেও নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি। ১৪৫৮টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। সিআরপিএফ- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী প্রার্থীরা আবেদন জমা দিতে পারবেন। কেবলমাত্র অনলাইনেই এই দুই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। যাঁরা ১০+২ প্যাটার্নে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তাঁরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


LIC AAO Recruitment 2023: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in-এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি। অ্যাডমিট কার্ড পাবেন - পরীক্ষার কমপক্ষে ৭ দিন আগে। প্রিলি পরীক্ষার তারিখ (সম্ভাব্য) - ১৭ থেকে  ২০ ফেব্রুয়ারির মধ্যে। মেন পরীক্ষার তারিখ - ১৮ মার্চ। LIC AAO নিয়োগ 2023-এর লক্ষ্য হল ভারতের জীবন বিমা কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অধীনে মোট ৩০০টি AAO শূন্যপদ পূরণ করা। আগ্রহী প্রার্থীরা যারা LIC AAO নিয়োগ 2023-এর জন্য রেজিস্টার করবেন, তাদের একটি তিন-পর্যায়ের নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। LIC AAO নির্বাচন প্রক্রিয়ায় একটি প্রিলি,মেন ও সাক্ষাৎকারের ভিত্তিতে হবে। প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে প্রধান পরীক্ষা ও সাক্ষাৎকারে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে। গুরুত্বপূর্ণভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের একটি নিয়োগের আগে মেডিক্যাল পরীক্ষাও দিতে হবে। পরীক্ষায় মেডিক্যালি ফিট পাওয়া গেলেই প্রার্থীদের চাকরির প্রস্তাব দেওয়া হবে।


UPSC Recruitment 2023: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি ১০০-র বেহি শূন্যপদের জন্য নিয়োগ করতে চলেছে। ডেপুটি কমিশনার (হর্টিকালচার), অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (টক্সিকোলজি), সায়েন্টিস্ট 'বি' এবং অন্যান্য পদে নিয়গ করা হচ্ছে। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে যাবতীয় বিবরণ পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। 


 

আরও পড়ুন- পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?


Education Loan Information:

Calculate Education Loan EMI