Internship Scheme: ভারতের ইলেকট্রনিক্স এবং ইনফরমশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে আবার নতুন করে জুলাই ২০২৫ সার্কলের জন্য টেকনিক্যাল ইন্টার্নশিপ স্কিম চালু করা হয়েছে। ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশনের অধীনে এই শিক্ষানবিশ (Govt Internship) নিয়োগ করা হবে। এই শিক্ষানবিশির অধীনে সরকার মাসিক ২০ হাজার টাকা বৃত্তি দেবে। আর এর মাধ্যমে সরকার বিভিন্ন আইটি ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা এনে দেওয়ার চেষ্টা করছে। এই ইন্টার্নশিপ স্কিমে আবেদনের জন্য শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ১৫ জুন ২০২৫। এর মধ্যেই আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে শিক্ষানবিশির জন্য।
মূলত এই ইন্টার্নশিপ ষাণ্মাসিক প্রোগ্রামের একটি অংশ যা মূলত জানুয়ারি ও জুলাই মাসে অনুষ্ঠিত হয়। এটি ন্যাশনাল ই-গভর্নেন্সের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা প্রদানের জন্যই গঠন করা হয়েছে। এর সময়কাল নির্ধারণ করা হয়েছে ছয় মাস, এই মেয়াদ কখনও বাড়ানো হবে না।
ইন্টার্নশিপে শূন্যপদ
আসন্ন জুলাই ২০২৫ সেশনের জন্য প্রযুক্তি খাতে বিভিন্ন ভূমিকার জন্য শিক্ষার্থীদের নিয়োগ করা হবে শিক্ষানবিশ হিসেবে। এগুলি সব মিলিয়ে মোট ৫০টি ইন্টার্নশিপের পদ থাকবে।
জাভা/পিএইচপি/পাইথন/নোডজেএস/ডটেন্ট ডেভেলপার – ৬ পদ
ইউআই-ইউএক্স ডিজাইনার/ ফ্রন্টএন্ড ডেভেলপার – ৬ পদ
প্রোডাক্ট টেস্টিং / সিকিউরিটি টেস্টিং/ সফটওয়ার টেস্টার/ কোয়ালিটি অ্যানালিস্ট – ১১ পদ
ডেটাবেস প্রোগ্রামার – ৬ পদ
বিজনেস অ্যানালিস্ট – ৬ পদ
ডেটা ইঞ্জিনিয়ারিং ও অ্যানালিটিক্স – ৫ পদ
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/ মেশিন লার্নিং/ ইন্টারনেট থিংস – ৫ পদ
ডেভেলপারস, অটোমেশন ও ইনফ্রা মনিটরিং – ৫ পদ
কী যোগ্যতা লাগবে
এই সমস্ত শিক্ষানবিশির পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। আর যারা ২০২৪-২৫ সালে উত্তীর্ণ হয়েছেন কিংবা স্নাতকের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী যারা, তারা সকলেই এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে পারবেন।
মেয়াদ কত
এই শিক্ষানবিশির মেয়াদ ধার্য করা হয়েছে ৬ মাস। এই মেয়াদ শুরু হবে জুলাই ২০২৫ থেকে। এটি একটি অফলাইন ইন্টার্নশিপ, এখানে প্রার্থীকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং দৈনিক কাজের সময়ে কাজ করতে হবে।
বৃত্তি ও শংসাপত্র
এই শিক্ষানবিশির জন্য নির্বাচিত প্রার্থীদের মাসে ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সন্তোষজনক পারফরম্যান্স ও দৈনিক হাজিরার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে ন্যাশনাল ই-গভর্নেন্স অথিরিটি থেকে শংসাপত্র দেওয়া হবে সমস্ত প্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI