Job News: হিন্দুস্থান কপার লিমিটেড (এইচসিএল) খনি মন্ত্রকের আওতাধীন একটি পাবলিক সেক্টর। সেখানে রয়েছে চাকরির সুযোগ। জুনিয়র ম্যানেজার পদে নিয়োগ করতে চলেছে এইচসিএল কর্তৃপক্ষ। ১৩টি ক্ষেত্রে মোট ৬৪টি শূন্যপদ রয়েছে। ভারতীয় নাগরিকরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। যোগ্যদের অনলাইনে আবেদন করতে হবে। ২৭ নভেম্বর থেকে খুলবে অ্যাপ্লিকেশন উইন্ডো। আর আবেদন প্রক্রিয়া চালু থাকবে ১৭ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন বিস্তারিত
Mining, Geology, Survey, Environment, Electrical, Mechanical, Civil, Mineral Processing, Finance, HR, Administration, Law, Materials and Contracts - এই ১৩টি ক্ষেত্রে অনেকগুলি শূন্যপদ রয়েছে। তফশিলি জাতির জন্য ১০টি, তফশিলি উপজাতির জন্য ৬টি, ওবিসিদের জন্য ১৬টি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য ৬টি এবং অসংরক্ষিত শ্রেণির জন্য ২৬টি শূন্যপদ রয়েছে। এছাড়াও বিশেষ ভাবে সক্ষমদের জন্যেও রয়েছে শূন্যপদ। দৃষ্টিশক্তির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য ২টি শূন্যপদ, শ্রবণশক্তির ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য ১টি এবং একাধিক ক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের জন্য ১টি শূন্যপদ রয়েছে।
কীভাবে আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত ধার্য হয়েছে
এইচসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেবলমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। এইচসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইটে কেরিয়ার সেকশনে গিয়ে আবেদন করা যাবে। জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এই টাকা নন-রিফান্ডেবল, অর্থাৎ ফেরতযোগ্য নয়। বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও প্রকার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। এইচসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ভাবে ওয়েবসাইট চেক করতে হবে ইউজারদের। পরীক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়া যাবে এইচসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইটেই।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। লিখিত পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক। সেখানে অসংরক্ষিত শ্রেণির এবং ওবিসি আবেদনকারীদের ৩০ শতাংশ কোয়ালিফায়িং নম্বর পেতে হবে। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের পেতে হবে ২০ শতাংশ নম্বর।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI