Higher Secondary Examination 2024: আগামী কাল অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination 2024)। এই পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। একনজরে দেখে নেওয়া যাক এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে। উচ্চমাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। সেটা যাতে ছাত্র-ছাত্রীরা করেন, তা নিশ্চিত করতে হবে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। মোট ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষা হবে। 


কী কী করলে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে


১। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর কাছে কোনও বই, বইয়ের পাতা, উত্তর লেখা কাগজ কিংবা আপত্তিকর কিছু পাওয়া গেলে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অপরাধে অভিযুক্ত হবেন।


২। কোনও প্রশ্নপত্র বা এমন কোনও কাগজ যেখানে প্রশ্ন সংক্রান্ত উত্তর লেখা রয়েছে, তা পাওয়া গেলেও পরীক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে।


৩। মূল উত্তরপত্র এবং অতিরিক্ত উত্তরপত্র, উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীদের নিজেদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। আর দু'ধরনের উত্তরপত্রেই ইনভিজিলেটরের সাক্ষর থাকা জরুরি।


৪। মূল উত্তরপত্রের সঙ্গে কয়টি লুজ শিট যুক্ত করছেন তা পর্যায়ক্রমে লিখে রাখতে হবে পরীক্ষার্থীদের। মূল উত্তরপত্রের সঙ্গে লুজ শিট ভালভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। পর্যায়ক্রমে লুজ শিট সাজাতে হবে। দু'ধরণের উত্তরপত্রের উপরে বাঁদিকের কোণে ছিদ্র থাকবে। সেখানে দুতো ঢুকিয়ে খাতা বেঁধে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার অন্তত আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট আগে এই কাজ করে নিতে হবে পরীক্ষার্থীদের। এক্ষেত্রে সাহায্য নিতে হবে ইনভিজিলেটরের। 


৫। পরীক্ষা শেষ হওয়ার আধঘণ্টা আগে খাতা জমে দিয়ে হল ছেড়ে বেরোতে পারবেন পরীক্ষার্থীরা। তার আগে খাতা জমা দেওয়া যাবে না। আর খাতা জমা দেওয়ার পরই প্রশ্নপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার হল ছেড়ে বেরোতে পারবেন পরীক্ষার্থীরা।


৬। পরীক্ষার হলে কোনওরকম অভব্য আচরণ, খারাপ ব্যবহার, মারধর করা বা তার চেষ্টা- এ জাতীয় কাজকে একেবারেই সমর্থন করা হবে না।


৭। পরীক্ষার্থী যদি পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র নিয়ে শৌচালয়ে বা হলের বাইরে কোথাও যান কিংবা উত্তরপত্র জমা না দিয়ে বেরিয়ে যান তাহলে এর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


৮। পরীক্ষার খাতা জমা না দিয়ে তা নষ্ট করার চেষ্টা করলে, পরীক্ষা শেষ হওয়ার ১ ঘণ্টা আগে হল ছেড়ে বেরিয়ে যাওয়া, পরীক্ষার্থী তাঁর নাম উপস্থিত তালিকায় নথিভুক্ত না করলে, অন্য কোনও ব্যক্তিকে তাঁর জায়গায় পরীক্ষা দিতে বললে, কোনওভাবে উত্তরপত্র নষ্ট করে ফেললে পরীক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


৯। উত্তরপত্রে সঠিক উপায়ে নিজের নাম, রোল নম্বর ইত্যাদি না লিখলে, উত্তরপত্রের মধ্যে টাকা, চিঠি এ জাতীয় কিছু রেখে দিলে, পরীক্ষক্কে ঘূষ প্রদানের চেষ্টা করলে, উত্তরপত্রে অশোভন বাক্য কিংবা রজনৈতিক স্লোগান লিখলে- পরীক্ষার্তীর এই জাতীয় কার্যক্রমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


১০। পরীক্ষার যেকোনও নিয়ম, বিধি লঙ্ঘন করলে, উত্তর লেখার ক্ষেত্রে কোনও ইলেকট্রনিক্স মাধ্যম বা মোবাইলের সাহায্য নেওয়া হলেও পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


পরীক্ষার্থীদের জন্য কয়েকটি সাধারণ নির্দেশ


১। একজন পরীক্ষার্থীর সঙ্গে  বৈধ অ্যাডমিট কার্ড থাকলে তবেই তিনি পরীক্ষার হলে প্রবেশের এবং নিজের সিটে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এর ব্যতিক্রম হলে বিশেষ অনুমতি থাকলে তবেই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশের এবং নিজের আসনে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।


২। অ্যাডমিট কার্ডের পিছনে এবং উত্তরপত্রের প্রথমে যে নির্দেশ দেওয়া হবে সেগুলি মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা নিজেদের সঙ্গে কোনও বই, নোট, মুদ্রিত কিছু, কাগজ, মোবাইল ফোন এগুলি রাখতে পারবেন না। উল্লিখিত নির্দেশগুলি মেনে না চললে পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়া থেকে বিরত করা হতে পারে। সেই সঙ্গে তার বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ আনা হতে পারে।


৩। পরীক্ষার্থীরা সঙ্গে কোন ধরনের ক্যালকুলেটর রাখতে পারবেন তার জন্যেও থাকছে বিশেষ নিয়ম। যেসব ক্যালকুলেটর ট্রিগনোমেট্রিক, লগারিদমিক, এক্সপোনেন্সিয়াল ফাংশন- এইসব সাধারণ গণনার বিষয় থাকবে, সেই ক্যালকুলেটর নিজেদের কাছে রাখতে পারবেন পরীক্ষার্থীরা। 


৪। প্রতিটি পরীক্ষার দিন ইনভিজিলেটর পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড দেখবেন। যদি অ্যাডমিট কার্ড না থাকে তাহলে ওই পরীক্ষা কেন্দ্রের সেক্রেটারি বিশেষ অনুমতিতে পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেবেন। তবে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে একটি লিখিত বিবৃতি দিতে হবে যে পরের পরীক্ষায় তিনি অবশ্যই অ্যাডমিট কার্ড দেখাবেন। পরবর্তী যদি ওই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড দেখাতে না পারেন তাহলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে।


প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংক্রান্ত কিছু নির্দেশ রয়েছে পরীক্ষার্থীদের জন্য


১। গতবছরের মতো এই বছরেও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য প্রতিটি বিষয়ের একটি প্রশ্নপত্র থাকবে। আর উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীদের একটি মূল উত্তরপত্র ব্যবহার করতে হবে।


২। পরীক্ষার্থীরা ৮ পাতার মূল উত্তরপত্র এবং ২ পাতার অতিরিক্ত উত্তরপত্র (লুজ শিট) ব্যবহার করতে পারবেন। 


৩। কোনও পরীক্ষার্থীকে উত্তর লিখতে সাহায্য করা, কোনও পরীক্ষার্থীর থেকে উত্তর লেখার ক্ষেত্রে সাহায্য নেওয়া, এই জাতীয় কোনওরকম চেষ্টা কিংবা কোনও বাইরের লোকের সঙ্গে কথা বলা- এগুলির কোনওটিই গ্রহণযোগ্য হবে না।


৪। উত্তরপত্রে নিজের নাম, রোল নম্বর এবং অন্যান্য তথ্য লেখার সময়েও সতর্ক থাকা প্রয়োজন। 


৫। ইনভিজিলেটরকে কোনও প্রকার টাকাপয়সা প্রদানের চেষ্টা করা হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


এবিপি লাইভের তরফ থেকে সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI