অবশেষে ফলপ্রকাশের তিনদিনের মাথায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানাল, এমন বার্তা প্রাপক পরীক্ষার্থীরা অকৃতকার্য হয়েছেন। পরীক্ষার্থীদের দাবি মেনে এ ক্ষেত্রে কোন বিষয়ে তাঁরা কত নম্বর পেয়েছেন, সোমবার তা ওয়েবসাইটে যুক্ত করল সংসদ। WB12.ABPLIVE.COM-এ পরিক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন।
এবার উচ্চমাধ্যমিকে দশ শতাংশের কিছু কম পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। সেক্ষেত্রে প্রায় ৭৫ হাজারের মতো পরীক্ষার্থীর মার্কশিটে এমন বদল এসেছে বলে সংসদ সূত্রে খবর।
Education Loan Information:
Calculate Education Loan EMI