IAS Manisha Dharve: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি একটা কথা বলতেন, 'আমি কিছুতেই হাল ছেড়ে দেব না'। আর এই কথাটাই যেন জীবনের বেদবাক্য করে নিয়েছিলেন তিনি। ৩ বার ব্যর্থ হয়েও কিছুতেই হাল ছেড়ে (Success Story) দেননি তিনি। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় ছিল তাঁর আর তাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। ইউপিএসসি জয় করে সফল আইএএস হন মনীষা ধারভে। তাঁর উপজাতি সম্প্রদায়ের তিনিই প্রথম ইউপিএসসি (IAS Manisha Dharve) উত্তীর্ণ মেয়ে হিসেবে কৃতি হয়ে ওঠেন মনীষা। ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় ২৫৭ র্যাঙ্ক অর্জন করেছেন মনীষা। কেমন ছিল তাঁর সংগ্রাম ?
গ্রামের প্রথম ইউপিএসসি উত্তীর্ণ কন্যা
এক প্রত্যন্ত উপজাতি সম্প্রদায়ের মেয়ে মনীষা ধারভে, তিনি তাঁর গ্রামে প্রথম ইউপিএসসি উত্তীর্ণ হন। আর তাঁর জেলার উপজাতি সম্প্রদায় থেকে প্রথম আইএএস হন তিনি। তাঁর মা যমুনা ধারভে এবং তাঁর বাবা গঙ্গারাম ধারভে দুজনেই সরকারি স্কুলে পড়াতেন। আগে তাঁর বাবা গঙ্গারাম ধারভে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ইন্দোরে কাজ করতেন তিনি। কিন্তু পরে সেই চাকরি ছেড়ে গ্রামে ফিরে এসে শিক্ষকতা শুরু করেন মনীষার বাবা। তাঁর লক্ষ্য ছিল সমাজের এবং তাঁর গ্রামের সমস্ত শিশু যেন সঠিকভাবে শিক্ষিত হয়ে ওঠে। আর সেইজন্য তাঁর নিজের সন্তানদেরও সরকারি স্কুলে পড়িয়েছেন তিনি। বাড়ির বড় মেয়ে মনীষা। তাঁর ছোট ভাই বিকাশ ধারভেও দিদির মত দিল্লিতে থেকে UPSC-র প্রস্তুতি নিচ্ছেন।
অঙ্গনওয়াড়ি থেকে শুরু পড়াশোনা
গ্রামের অঙ্গনওয়াড়িতে শুরু হয়েছিল তাঁর পড়াশোনা। তারপর সরকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন, খারগোনের একটি ভাল স্কুল থেকে দ্বাদশ ও দশম উত্তীর্ণ হন তিনি। উচ্চশিক্ষার ইচ্ছেয় একাদশে গণিত ও জীববিদ্যা নিয়ে পড়েন মনীষা, দশম শ্রেণিতে ৭৫ শতাংশ এবং দ্বাদশে ৭৮ শতাংশ নম্বর পান তিনি। ইন্দোরের হোলকার কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হন মনীষা। তারপরেই শুরু হয় পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তুতি। তাঁর বন্ধুদের পরামর্শে তিনি ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন।
চতুর্থবারে এল সাফল্য
২০২০ সালে প্রথমবার পরীক্ষা দেন মনীষা। তাঁর গ্রামে কোনো আলো ছিল না, ঝিরিনিয়াতে গিয়েই প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। ২০২১ সালে আবার চেষ্টা করেন তিনি, কিন্তু সেবারেও খুব কম নম্বরের ব্যবধানে উত্তীর্ণ হতে পারেননি তিনি। ইন্দোরে থাকার সময় তিনি আরেকবার ইউপিএসসিতে বসেন, কিন্তু সেবারেও ব্যর্থ হন। তবে ২০২৩ সালের পরীক্ষায় আসে সাফল্য।
আরও পড়ুন: Health News: চাদর-কম্বলে জবুথবু, তবু গরম হচ্ছে না পা ? গোপনে বাড়ছে এই সমস্যা
Education Loan Information:
Calculate Education Loan EMI