মালদা : মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। ধৃত অভিজিৎ ঘোষের বাড়ি ইংরেজবাজারের ঘোড়াপির ঘোষপাড়ায়। অপর ধৃত অমিত রজক ইংরেজবাজারের ঝলঝলিয়া রেলওয়ে কলোনির বাসিন্দা। খুনে ব্যবহৃত বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই নিয়ে তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। এখনও অধরা মূল চক্রী। খুনের মোটিভ কী, তা নিয়েও অন্ধকারে পুলিশ। এর আগে ইংরেজবাজারের আরেক বাসিন্দা টিঙ্কু ঘোষ গ্রেফতার হয়। এই নিয়ে ইংরেজবাজার এলাকার ৩ জনকে গ্রেফতার করা হল। তবে কি তৃণমূলের কাউন্সিলর, জেলার সহ সভাপতি দুলাল সরকারকে খুনের ছক তাঁর এলাকায় বসেই হয়েছিল ? নেপথ্যে ঘনিষ্ঠ কারও হাত রয়েছে ? ইংরেজবাজার থেকে ধৃত ৩ জনই তৃণমূল নেতার গতিবিধি সংক্রান্ত খবর দিয়েছিল? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল নেতা খুনে ধৃত বাকি ২ জন বিহারের কাটিহারের আজমনগরের বাসিন্দা। Malda TMC Leader Murder


নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বদ্ধমূল ধারণা, ‘রাজনৈতিক লোকই তো মাথা।’ সেই সঙ্গে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, তিনি সন্দেহ করছেন যে, ‘আসল অপরাধী'কে আড়াল করা হতে পারে। তাই তিনি এবিপি আনন্দর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন, ‘আসল অপরাধী যেন আড়াল না হয়।' তাহলে কি দুলাল সরকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ? চৈতালির কথায় ইঙ্গিত তেমনই। 'রাজনৈতিক লোকই তো মাথা। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েওছিলাম। আশা করব, কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। '  


চৈতালি সরকারের সন্দেহ, 'এখানে বেশ কিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। যারা ধরা পড়েছে, তারা শুধুমাত্র ভাড়া করা লোক। মাথাগুলোকে টেনে বের করতে হবে।' দুলালের স্ত্রীর দাবি, রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা। যার হয়ত রাজনৈতিক কোনও ক্ষতি হচ্ছিল দুলাল সরকার বেঁচে থাকলে। তারাই হয়ত ফয়দা তুলতে চাইছে । দুলাল সরকারের স্ত্রীর সন্দেহ, 'একজন নয়, একাধিকজন আছে।' 'বড় মাথা' বলতে কার দিকে ইঙ্গিত করছেন ? কে সেই 'রাজনৈতিক লোক' ? সেই উত্তর কি মিলবে আগামী দিনে ? তা নিয়ে এখন যাবতীয় জল্পনা।