IAS Salary Structure 2024: ভারতের সবথেকে লোভনীয় চাকরির তালিকায় শীর্ষেই রয়েছে আইএএস কিংবা আইপিএসের চাকরি। ইউপিএসসি পরীক্ষা পাশ করে এই পদাধিকারী হওয়া যায়। সপ্তম পে কমিশন অনুসারেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আইএএস আধিকারিকের (IAS Salary) বেতন নির্ধারণ করে থাকে। আইএএস আধিকারিকের বেতন আসলে বিভিন্ন পে স্কেল এবং বিভিন্ন পদের উপর নির্ভর করে। প্রাথমিকভাবে বেতন শুরু হয় ৫৬,১০০ টাকা থেকে এবং সর্বোচ্চ বেতন (UPSC Exam) যায় আড়াই লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে। দেশের সবথেকে বেশি বেতন (IAS Salary Structure 2024) পান আইএএস আধিকারিক। মূলত একজন আইএএসের বেতন নির্ধারিত হয় তাদের গ্রেডের উপর ভিত্তি করে।
IAS-এর গ্রে পে
জুনিয়র স্কেল: এক্ষেত্রে এন্ট্রি লেভেলের আইএএস আধিকারিক ১৬,৫০০ টাকার গ্রেড পে এবং ৫০ হাজার থেকে দেড় লক্ষের বেতন পান।
সিনিয়র টাইম স্কেল: ন্যূনতম ৫ বছর হলে আধিকারিকের বেতন কাঠামো একই থাকে, তবে গ্রেড পে ১৬৫০০ টাকা থেকে বেড়ে হয় ২০ হাজার টাকা।
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড
৯ বছর এই চাকরিতে থাকার পর একজন আইএএস আধিকারিকের গ্রেড পে বেড়ে হয় ২৩ হাজার টাকা।
পদ অনুযায়ী বেতন
এসডিএম, এডিএম, ডেপুটি সেক্রেটারি, সেক্রেটারি, চিফ সেক্রেটারি ইত্যাদি পদের জন্য একেক রকম পে স্কেল রয়েছে। পে স্কেল লেভেল ১০ থেকে শুরু করে লেভেল ১৮ পর্যন্ত যায়। লেভেল ১০-এ বেতন শুরু হয় ৫৬,১০০ টাকা থেকে এবং লেভেল ১৮-তে মাসিক ২.৫ লক্ষ টাকা বেতন হয়। ৩৭ বছর চাকরির পর একজন আইএএস অফিসার ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে উন্নীত হন এবং তখন তিনি মাসে ২.৫ লক্ষ টাকা বেতন পান।
মোট কত টাকা পান আইএএস আধিকারিক
বেসিক পে – ৫৬,১০০ টাকা
মহার্ঘভাতা – ২১,৩১৮ টাকা
হাউজ রেন্ট অ্যালাউয়েন্স - ১৩,৪৬৪ টাকা
ট্রাভেল অ্যালাউয়েন্স – ৩৬০০ টাকা
অর্থাৎ মোট মাসিক বেতন দাঁড়ায় – ৯৪,৪৮২ টাকা
অন্য কী কী সুবিধে
সরকার একজন আইএএস আধিকারিককে বেতন, অ্যালাউয়েন্স ছাড়াও একটি গাড়ি দেয় সবসময় ব্যবহারের জন্য, কোনো কোনো ক্ষেত্রে বাড়ি বা কোয়ার্টার দেওয়া হয় এবং অবসরকালীন বেতনের সমপরিমাণ প্রতি মাসে পেনশন দিয়ে থাকে। এছাড়া চিকিৎসার জন্য খরচ হয়ে থাকে তাও রিইমবার্স হয়ে যায়।
আরও পড়ুন: Recruitment News: এনটিপিসি সংস্থায় সহকারী অফিসারের পদে চলছে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI