UPSC Success Story: কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প যে কোনও বাধাই নিমেষে দূর করতে পারে। আর এই বাধা পেরিয়ে সাফল্যের কোনও বয়স হয় না। ৪০ বছর বয়সে এসে ইউপিএসসি (UPSC Exam) জয় করে নিসা উন্নিরাজন (IAS Nisa Unnirajan) এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই যাত্রাপথ বুঝিয়ে দেয় যে বয়স, অক্ষমতা কিংবা অন্য কোনও বাধাই কাউকে তাঁর স্বপ্নের পথে বাধা হতে (Success Story) দেয় না। অসংক্য প্রতিবন্ধকতাকে পায়ে ঠেলে ২০২৪ সালে সাতবারের চেষ্টায় কেরালার নিসা উন্নিরাজন ১০০০তম স্থান অর্জন করেন ইউপিএসসি পরীক্ষায়।

Continues below advertisement

৩৫ বছর বয়সে সিভিল সার্ভিসের যাত্রা শুরু করেন নিসা উন্নিরাজন। যদিও এই বয়সে অনেকেই তাদের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে যান। অথবা ইউপিএসসি পাশ করে কাজ করার কিছু বছর পরে কাজ থেকে অবসর নেওয়ার কথাও ভাবেন অনেকে। এদিকে নিসার জীবন শুরু হয় দুই মেয়েকে সামলে ওঠার মধ্য দিয়ে। তাঁর দুই মেয়ে নন্দনা (১১) এবং থানভি (৭)। তাঁর স্বামী অরুণ পেশায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাড়িতে এই তিন সদস্য ছাড়াও অরুণের বাবা-মা অর্থাৎ নিসার শ্বশুর-শাশুড়ির দেখাশোনা করেই প্রস্তুতি নিতে হয়েছে নিসাকে।

বারবার ব্যর্থতার মুখোমুখি হলেও নিসা উন্নিরাজন কখনও হাল ছেড়ে দেননি। প্রতিটি ব্যর্থতা থেকে তিনি মূল্যবান শিক্ষালাভ করেছেন। ক্রমাগত নিজের কৌশল উন্নত করে চলছিলেন তিনি। এই দৃঢ় মানসিকতাই তাঁকে সাফল্য এনে দিয়েছে। শুধু তাই নয় নিসার বধিরতার সমস্যাও ছিল। কানে সেভাবে ভাল শুনতে পেতেন না তিনি। ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে নিসা উন্নিরাজন তিরুবনন্তপুরমের একটি বেসরকারি কোচিং সেন্টারে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নেন। কোট্টায়মের সাব কালেক্টর রঞ্জিতের কাছ থেকে প্রচুর অনুপ্রেরণা পেয়েছিলেন নিসা। রঞ্জিত নিজেও ছিলেন শ্রবণ প্রতিবন্ধী। রঞ্জিতের সাফল্য দেখে নিসা অধ্যবসায় বজায় রাখার শক্তি খুঁজে পান।

Continues below advertisement

তাঁর এই সাফল্য প্রমাণ করে যে জীবনে কোনও কিছুই দেরি হয়ে যায় না, কোনও স্বপ্নই এত বড় নয় যে তা অর্জন করা সম্ভব হবে না। যে কোনও বয়সে যে কেউ তাঁর নিজের স্বপ্নপূরণ করতে পারে। ইউপিএসসিতে সাধারণ ওবিসি, ইডব্লিউএস, এসটি, ও এসসি বিভাগের জন্য বেঞ্চমার্কড প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ৪২ বছর। সাধারণ, ওবিসি, ইডব্লিউএস বিভাগের প্রতিবন্ধী প্রার্থীদের ৯ টি প্রচেষ্টার অনুমতি রয়েছে। তবে এসসি-এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছরের মধ্যে অসংখ্যবার প্রচেষ্টা নিতে পারা যায়।


Education Loan Information:

Calculate Education Loan EMI