Aditya Srivastava:  ইউপিএসসি ২০২৩-এর ফলাফল প্রকাশ্যে এসেছে। সারা দেশের মধ্যে ১০১৬ জন পরীক্ষার্থীর স্বপ্ন সফল হয়েছে। আর এই হাজার জনের তালিকায় সবার শীর্ষে আছে আদিত্যর (IAS Succcess Story) নাম। আদিত্য শ্রীবাস্তব। ইউপিএসসি ২০২৩ পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। আর প্রথম হয়েই এক্স হ্যান্ডলে ফলাফল প্রকাশ করে আদিত্য লেখেন, 'স্বপ্ন সফল হল'। কেমন ছিল তাঁর জার্নি ?


উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে বড় হয়েছেন আদিত্য শ্রীবাস্তব। সেখানকার আলিগঞ্জের সিএমএস অ্যাকাডেমিতে মন্টেসরি স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন আদিত্য। তারপর তিনি ভর্তি হন আইআইটি কানপুরে। দ্বাদশ শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন আদিত্য (IAS Succcess Story)। বি.টেক এবং এম.টেক ডিগ্রিতেও গোল্ড মেডেল পেয়েছেন তিনি। আইআইটি থেকে পাশ করার পর গোল্ডম্যান স্যাক্স সংস্থায় ১৫ মাস কাজ করেছেন তিনি। কিন্তু সমাজের মূলস্তরে থেকে কিছু পরিবর্তন করতে চাইছিলেন আদিত্য।


২০২১ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন। কিন্তু সেবারে পরীক্ষায় পাশ করতে পারেননি তিনি। ২০২২ সালে ইউপিএসসিতে উত্তীর্ণ হয়ে আইপিএস হন তিনি। সেই পরীক্ষায় ২৩৬ র‍্যাঙ্ক অর্জন করেন আদিত্য। বর্তমানে তিনি হায়দরাবাদের আইপিএস অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত।


আদিত্যর বাবা অজয় শ্রীবাস্তব বলেন, 'এটা একটা বড় খুশির দিন। ছোটবেলা থেকেই আমরা যে স্বপ্ন দেখেছিলাম আদিত্যকে নিয়ে, সেই স্বপ্ন আজ পূরণ করল আদিত্য। ওর পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদ দুয়ের ফলশ্রুতিতেই আজ ওর এই সাফল্য। ২০২১ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন আদিত্য। কিন্তু সেবারে প্রিলিমসেও উত্তীর্ণ হয়নি আদিত্য, চাকরি করতে করতেই পড়াশোনা করছিল সে। আগের বছর আইপিএস হিসেবে উত্তীর্ণ হয়েছিল আদিত্য, এবার আইএএস। এখন আইপিএসের ট্রেনিং করছে হায়দ্রাবাদে। সিএমএস আলিগড়ে মন্টেসরি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে আদিত্য'।


এই খুশির মুহূর্ত ভাগ করে নিতে পারছেন না বলেই আক্ষেপ আদিত্যর মা আভা শ্রীবাস্তবের। পরীক্ষার ফল বেরনোর আগে থেকেই পূজাপাঠে ব্যস্ত ছিলেন তিনি, ঈশ্বরের কাছে প্রার্থনাও জানান। আজ সকাল থেকেই পরীক্ষার ফলাফল বেরনোর আগে ব্রত পালন, উপবাসে ছিলেন আদিত্যর মা। কিন্তু ছেলেকে সঙ্গে পেলে তিনি যে আরও খুশি হতেন, সেই কথাও জানান সংবাদমাধ্যমে।


আদিত্যর (IAS Succcess Story) এই সাফল্যের পিছনে তাঁর ধৈর্য, তাঁর পরিশ্রম এবং পরিবারের সহায়তা বিশেষ ভূমিকা পালন করেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI