UPSC Exam: দেশের সবথেকে কঠিন পরীক্ষাগুলির তালিকায় প্রথমেই আছে UPSC। প্রতি বছর লাখ লাখ ছেলে-মেয়ে এই পরীক্ষায় বসেন, তাদের মধ্যে গুটিকতক ছেলে-মেয়েই পরীক্ষা দিয়ে সফলভাবে IAS বা IPS হওয়ার সুযোগ (Success Story) পান। এই লড়াকু পরীক্ষার্থীদের একেক জনের জীবনের কাহিনি একেক রকম। প্রত্যেকেরই কিছু না কিছু সঙ্কট থাকে, থাকে প্রতিকূলতা। সব বাধা পেরিয়ে ঠিক এভাবেই ২ বার ব্যর্থ হয়েও আজ সফল IAS হয়েছেন বীরপ্রতাপ। বীরপ্রতাপ সিং রাঘব (IAS Veer Pratap Singh Raghav)। স্কুলে পড়তে যেতেন ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে। পড়াশোনার জন্য নিতে হয়েছিল ধার। সব বাধা পেরিয়ে কীভাবে এল সাফল্য ?


উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম দলপতপুরের বাসিন্দা বীরপ্রতাপ সিং রাঘব। প্রচুর বাধা-বিপত্তিকে উপেক্ষা করে ইউপিএসসি (Success Story) পরীক্ষায় পাশ করেছেন বীরপ্রতাপ। লাখ লাখ ইউপিএসসি উৎসাহী পরীক্ষার্থীদের কাছে তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা। ইউপিএসসি পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ হতে না পারলেও তৃতীয়বারের চেষ্টায় উত্তীর্ণ হন বীরপ্রতাপ এবং সারা দেশের মধ্যে ৯২ র‍্যাঙ্ক অর্জন করেন। তাঁর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল কারোরার আর্য সমাজ স্কুল থেকে।


তারপর ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বীরপ্রতাপ শিখরপুরের সরস্বতী বিদ্যামন্দিরে যেতেন পড়াশোনা করতে। স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে তাঁকে যেতে হত ৫ কিলোমিটার পথ। সেই সময় গ্রামে কোনও সেতুও ছিল না। ফলে নদী সাঁতরে পেরিয়েই তাঁকে স্কুলে যেতে হত।


টাকা ধার করেছিলেন বাবা


বুলন্দেশ্বরের ছোট্ট একটি গ্রাম দলপতপুরের বাসিন্দা একজন কৃষক ছিলেন বীরপ্রতাপের বাবা। ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য তিনি টাকা ধার করেছিলেন। তাঁর উপার্জনের পুরোটাই চলে যেত খাওয়া-দাওয়া এবং পরিবারের নানাবিধ খরচে। কিন্তু তাঁর সন্তানের উপর পূর্ণ আস্থা ছিল, তিনি জানতেন একদিন ইউপিএসসি পরীক্ষা পাশ করবেন তাঁর সন্তান।


দু'বার ব্যর্থ হন তিনি


আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (Success Story) থেকে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন বীরপ্রতাপ সিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন বীরপ্রতাপ। ইঞ্জিনিয়ারিং গোত্রের ছাত্র হলেও ইউপিএসসিতে দর্শন বিষয়ে ৫০০ নম্বরের মধ্যে ৩০৬ পেয়েছিলেন বীরপ্রতাপ। তবে প্রথমবারের চেষ্টাতেই তিনি কিন্তু পাশ করতে পারেননি। এরপর আরও দু'বার পরীক্ষা দিয়েছিলেন বীরপ্রতাপ। তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।


আরও পড়ুন: WBCS Success Story: 'জানি বেকারত্বের জ্বালা, বুকের ভেতর আগুনটাকে সবসময় জ্বালিয়ে রাখুন'


Education Loan Information:

Calculate Education Loan EMI