Bank Exam: IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন সংস্থার পক্ষ থেকে বছরের শুরুতেই জানানো হল বছর জুড়ে ব্যাঙ্কের কোন কোন পরীক্ষা, কবে হবে। ইতিমধ্যেই ২০২৩ সালের অক্টোবর মাসে IBPS-এর PO Mains পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ পেয়েছিল। এবার জানা গেল সেই পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ। অফিস অ্যাসিস্ট্যান্ট, স্কেল ১, স্কেল ২ বা স্কেল ৩ গ্রেডের অফিসার পদের জন্য নিয়োগের পরীক্ষার সারা বছরের ক্যালেন্ডার প্রকাশ করল IBPS। দেখে নিন, আপনি যে পদের জন্য আবেদন করেছেন বা করতে চান, সেই পদের পরীক্ষা ঠিক কবে, কোথায় হতে চলেছে।
কবে, কোন পরীক্ষা
- এই ক্যালেন্ডার অনুযায়ী IBPS RRB অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ১ পদের জন্য পরীক্ষা হবে ২০২৪ সালের অগস্ট মাসে।
- অন্যদিকে এই দুই পদের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট-এর জন্য মেনস পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর, অফিসার স্কেল ১-এর মেনস পরীক্ষা হবে ৬ অক্টোবর।
- RRB Officer Scale II এবং III-এর একটিই পরীক্ষা, আয়োজিত হবে ২৯ সেপ্টেম্বর। এই পদগুলিতে নির্বাচিত হলে মূলত পরীক্ষার্থীরা গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্কে নিয়োগ পাবেন।
- IBPS Clerk প্রিলিম পরীক্ষা হতে চলেছে ২০২৪ সালের ২৪-৩১ অগস্টের মধ্যে। কিন্তু এর মেনস পরীক্ষা হবে ১৩ অক্টোবর।
- প্রবেশনারি অফিসার বা পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হবে এবছর ১৯ ও ২০ অক্টোবর, মেনস পরীক্ষা হবে ৩০ নভেম্বর।
- সবশেষে স্পেশালিস্ট অফিসার প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ৯ নভেম্বর এবং এই পদের জন্যেই মেনস পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।
আইবিপিএস ক্যালেন্ডার ২০২৪
পরীক্ষা | প্রিলিমস | মেনস |
RRB Office Assistants | অগস্ট ৩, ৪, ১০, ১৭, ১৮ | অক্টোবর ৬ |
RRB Officer Scale I | অগস্ট ৩, ৪, ১০, ১৭, ১৮ | সেপ্টেম্বর ২৯ |
RRB Officers Scale II & III | সেপ্টেম্বর ২৯ (একটিই পরীক্ষা) | - |
IBPS Clerk | অগস্ট ২৪, ২৫, ৩১ | অক্টোবর ১৩ |
IBPS PO | অক্টোবর ১৯, ২০ | নভেম্বর ৩০ |
IBPS SO | নভেম্বর ৯ | ডিসেম্বর ১৪ |
IBPS-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরীক্ষাসূচি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। এর জন্য তাঁদের ibps.in-এ লগ ইন করতে হবে। ২০২৪ সালে IBPS-এর প্রথম পরীক্ষা শুরু হবে ৩ অগস্ট থেকে। তারপর থেকে এই সূচি মেনেই পরপর পরীক্ষা হবে।
আরও পড়ুন: IAS success story: প্রেমে পড়লেও পড়াশোনাই প্রথম ‘চয়েস’! শ্রদ্ধার কেরিয়ারে গোড়া থেকেই চমক
Education Loan Information:
Calculate Education Loan EMI