কলকাতা: প্রকাশিত হল আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড। Institute of Banking Personnel Selection বা IBPS-এর তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের CRP CLERKS-XIII 2023 পরীক্ষার অ্যাডমিট এটি। একাধিক সরকারি ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড নামানো যাবে। ২৮ জুলাই বা তার আগে যে যে পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছিলেন তাঁরা পেয়ে যাবে তাঁদের অ্যাডমিট কার্ড। 


কবে পরীক্ষা:
IBPS ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card Download) করতে গেলে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ। এই পরীক্ষা তিন দিন ধরে আলাদা আলাদা ব্যাচে হবে। ২৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ২ সেপ্টেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন পদ্ধতিতে কম্পিউটার নির্ভর পরীক্ষা (CBT Mode) এটি।


২ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। IBPS Clerk Hall Ticket নেওয়ার জন্য কয়েকটি ধাপ প্রয়োজন। 


কীভাবে ডাউনলোড?


প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in এখানে যেতে হবে।


হোমপেজে গেলেই দেখা যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক। সেটা ক্লিক করতে হবে।


একটা নতুন উইন্ডো খুলে যাবে, সেখানে লগইন ডিটেইলস দিতে হবে।


তাহলেই আইবিপিএস ক্লার্ক ২০২৩ -এর অ্যাডমিট কার্ড আপনার স্ক্রিনে খুলে যাবে।


সেই অ্য়াডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন।


নজরে থাকুক:
যাঁরা পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সকলেই হল টিকিট- (Hall Ticket) বা অ্যাডমিট কার্ডের (Admit Card) হার্ড কপি হাতে রাখবেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্টআউট সঙ্গে রাখতেই হবে। এটা সঙ্গে না নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়া, পরীক্ষা হলে মোবাইল ফোন নিতে দেওয়া হবে না। ফলে মোবাইলে অ্যাডমিট কার্ডের সফট কপি রেখে কাজে আসবে না।


যেখানে পরীক্ষাকেন্দ্র পড়েছে, সেই জায়গা অচেনা হলে আগে ভাগে ঠিকানা জেনে রাখা ভাল। বা কোনওভাবে খোঁজ নিয়ে নিতে হবে। পরিচিত কেউ না থাকলে গুগল ম্যাপের মাধ্যমেই দেখে নেওয়া যায় ঠিক কোথায় পরীক্ষাকেন্দ্র পড়েছে। পরীক্ষার দিন হাতে সময় নিয়ে বেরনোই ভাল। 


আরও পড়ুন: ভারতীয়দের জন্য বিশেষ সুযোগ, আমেরিকায় ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং কাজেরও সুযোগ


Education Loan Information:

Calculate Education Loan EMI