IBPS Recruitment: স্কেল ১, স্কেল ২ ও স্কেল ৩ অফিসার নিযুক্ত করতে চলেছে ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (Institute of Banking Personnel Selection)। এর পাশাপাশি রিজিওনাল রুরাল ব্যাঙ্কের জন্য অফিস অ্যাসিস্ট্যান্টও (মাল্টিপারপাস) নিযুক্ত করা হবে এই পরীক্ষার মাধ্যমে। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জুন এর আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে (IBPS Recruitment)। 


আবেদনের যোগ্যতা


বয়স



  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ১৮ থেকে ২৮ বছরের মধ্যে

  • অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) - ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। 

  • অফিসার স্কেল ২ ( ম্যানেজার) - ২১ থেকে ৩২ বছরের মধ্যে। 

  • অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) - ২১ থেকে ৪০ বছরের মধ্যে। 


শিক্ষাগত যোগ্যতা



  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) - যেকোনও বিষয়ে স্নাতক।

  • অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) - যেকোনও বিষয়ে স্নাতক।

  • অফিসার স্কেল ২ ( ম্যানেজার) - ৫০ শতাংশ মার্কস নিয়ে যেকোনও বিষয়ে স্নাতক।

  • অফিসার স্কেল ২ স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) - ক) ইনফরমেশন টেকনোলজি অফিসার - ইলেকট্রনিকস, কমিউনিকেশন,  কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক। খ) চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট - ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব ইন্ডিয়া থেকে সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট। গ) ল অফিসার - আইনে স্নাতক। ঘ) ট্রেজারি ম্যানেজার - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা ফিনান্সে এমবিএ। ঙ) মার্কেটিং অফিসার - মার্কেটিং ইন এমবিএ। চ) কৃষি, হর্টিকালচার, ডেয়ারি, অ্যানিমাল হাসব্যান্ডরি, ফরেস্ট্রি, ভেট সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচারে স্নাতক‌। 

  • অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) - যেকোনও বিষয়ে স্নাতক।


বেতনের খুঁটিনাটি



  • অফিসার স্কেল ১ : ৬০,০০০ টাকা - ৬১,০০০ টাকা।

  • অফিসার স্কেল ২ : ৭৫,০০০ টাকা - ৭৭,০০০ টাকা।

  • অফিসার স্কেল ৩ : ৮০,০০০ টাকা - ৯০,০০০ টাকা।

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) - ৩৫,০০০ - ৩৭০০০ টাকা


 


কীভাবে আবেদন করবেন ?


অফিস অ্যাসিসট্যান্টের (IBPS Recruitment Process) আবেদন আলাদা ও অফিসার পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া আলাদা হবে। অফিসার পোস্টগুলির মধ্যে যেকোনও একটি পোস্টের জন্য আবেদন করা যাবে। তার বেশি পোস্টের জন্য আবেদন করতে হলে আলাদা করে আবেদন করতে হবে। প্রতি আবেদনের মূল্য আলাদা আলাদা হবে।


শূন্যপদ



  • অফিসার স্কেল ১ : ৫৮৩

  • অফিসার স্কেল ২ : এগ্রিকালচারাল অফিসার - ৭০, ল অফিসার - ৩০, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট - ৭০, আইটি - ১০৪, জেনারেল ব্যাঙ্কিং অফিসার - ৫০১, মার্কেটিং অফিসার - ১১, ট্রেজারি ম্যানেজার ২১।

  • অফিসার স্কেল ৩ : ১৩৩

  • অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) -৫৮০০ 


মোট শূন্যপদ ১০৩১৩।


ডিসক্লেমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।


আরও পড়ুন - Bihar TET: দুর্নীতির ভরা আবহে এই রাজ্যটিতে স্থগিত TET


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI