নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অ্যাডভান্সভ (জেইই অ্যাডভান্সড) ২০২১-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত হয়েছে মেধাতালিকাও। জয়পুরের মৃদুল অগ্রবাল তালিকায় প্রথম স্থানে রয়েছেন। সেইসঙ্গে আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি স্কোর করে ইতিহাস গড়েছেন তিনি। পরীক্ষায় ৩৬০ নম্বরের মধ্যে ৩৪৮ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ, ৯৬.৬৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মৃদুল অগ্রবাল।
২০১১-র পর জেইই অ্যাডভান্স পরীক্ষায় এটাই কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর। গত এক দশকে সর্বোচ্চ স্কোর ৯৬ শতাংশ ছিল। ২০১২-তে শীর্ষস্থানাধিকারী মোট ৪০১ নম্বরের মধ্যে ৪৮৫ নম্বর পেয়েছিলেন। ২০২০-র জেইই অ্যাডভান্স পরীক্ষা ৩৯৬ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৩৫২, যা প্রায় ৮৮.৮৮ শতাংশ।
জেইই অ্যাডভান্সে শীর্ষস্থানাধিকারী মৃদুল জেইউ মেন ২০২১ পরীক্ষায়ও প্রথম স্থানে ছিলেন
২০২১-এর জেইই অ্যাডভান্সের টপার মৃদুল তাঁর এই সাফল্য নিয়ে খুবই খুশি। তিনি জেইই মেন ২০২১ পরীক্ষাতেও শীর্ষ স্থান দখল করেছিলেন। সেশন ১ ও সেশন ২ তে পারফেক্ট ৩০০ নম্বরের সঙ্গে ১০০ শতাংশ নম্বর অর্জন করেছিলেন। ছেলের এই কৃতিত্বে স্বাভাবিকভাবে আনন্দিত ও গর্বিত তাঁর বাবা-মা। মৃদুলের বাবা প্রদীপ অগ্রবাল এক বেসরকারি সংস্থার ফাইনান্স বিভাগের প্রধান। মা পূজা অগ্রবাল গৃহবধূ। মৃদুলের ছোট ভাই সপ্তম শ্রেণীর ছাত্র।
জেইই অ্যাডভান্সের শীর্ষস্থানাধিকারী মৃদুলের সাফল্যের সিক্রেট
পড়াশোনায় খুবই মেধাবী ও মনোযোগী মৃদুলের পদার্থবিদ্যা ও রসায়নে রয়েছে দারুণ আগ্রহ। তিনি এই বিষয়গুলি নিয়েই পড়াশোনা করতে চান। আইআইটি-জেইই-তে সাফল্যের ব্যাপারে দৃঢ়সংকল্পের মনোভাব নিয়ে এগিয়েছেন মৃদুল। শুরু থেকেই লক্ষ্য ছিল আইআইটি বম্বেতে জায়গা করে নেওয়া । সেই লক্ষ্য সামনে রেখে পড়াশোনা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষায় ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি।
দিনে ১২ থেকে ২৪ ঘণ্টা পড়াশোনা
সাফল্য পাওয়ার জন্য মৃদুল প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করতেন। এরমধ্যে কোচিংয়ের সঙ্গে নিজে ৬ থেকে ৮ ঘণ্টা পড়তেন। করোনা অতিমারী কালে মৃদুল তাঁর সম্পূর্ণ মনোযোগ প্রস্তুতির ওপরই নিয়োগ করেছিলেন। সময়ের সঠিক ব্যবহারও ছিল তাঁর লক্ষ্য। আর তা করতে গিয়ে পড়াশোনাক সময় বাড়িয়ে দিয়েছিলেন। এই সময় অনলাইন ক্লাস তাঁর পক্ষে সহায়ক হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI