India Post Recruitment 2022: পোস্ট অফিসে সরকারি চাকরি করতে চাইলে এই খবর আপনার কাজে লাগতে পারে। বর্তমানে পোস্ট অফিসের গুজরাত পোস্ট সার্কেলের অধীনে বিভিন্ন গ্রুপ সি পদের জন্য শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ক্রীড়া কোটায় এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া পোস্ট (India Post) 


Sarkari Naukri 2022: গুরুত্বপূর্ণ তারিখ 
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট dopsportsrecruitment.in-এ গিয়ে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে মোট ১৮৮টি পদে নিয়োগ করা হবে। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে। এতে আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২২।


India Post Recruitment 2022: খালি পদের বিবরণ


পোস্ট অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, মোট ১৮৮টি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ডাক সহকারী ও বাছাই সহকারীর ৭১টি, পোস্টম্যানের ৫৬টি ও মাল্টি টাস্কিং স্টাফের (MTS)৬টি পদে নিয়োগ করা হবে।বিজ্ঞপ্তি অনুসারে, ডাক বিভাগ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করবে ও এটি ৬ ডিসেম্বর ২০২২-এ প্রকাশ করবে।


Post Office: শিক্ষাগত যোগ্যতা


ডাক বিভাগে ডাক সহকারী/ বাছাই সহকারী, পোস্টম্যান ও এমটিএস পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের দ্বাদশ/দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডাক সহকারী (Postal Assistant) ও বাছাই সহকারী (Sorting Assistant) পদের জন্য দ্বাদশ পাশ হতে হবে। এ ছাড়াও, ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্সও করতে হবে চাকরিপ্রার্থীদের। 


India Post Recruitment 2022: অন্যদিকে, পোস্টম্যান, মেইল ​​গার্ড পদের জন্য আপনার দ্বাদশ শ্রেণি পাশ ও স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। কমপক্ষে ৬০ দিনের কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকতে হবে। MTS-পদের জন্য স্থানীয় ভাষা জ্ঞান সহ দশম শ্রেণি পাশ হতে হবে আবেদনকারীদের।


আবেদনকারীর বয়সসীমা


এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর ও যেকোনও পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর হতে হবে।  কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিভিন্ন সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে। এগুলি ছাড়াও, প্রার্থীদের ডাক বিভাগের ক্রীড়া কোটা নিয়োগের জন্য নির্ধারিত ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক / জাতীয় / আন্তঃবিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।


বেতনের বিবরণ


ডাক সহকারী (Postal Assistant) ও বাছাই সহকারী (Sorting Assistant) – ২৫,৫০০/- টাকা থেকে ৮১১০০ টাকা, পোস্টম্যান/মেইল গার্ড – ২১৭০০-৬৯১০০ টাকা, MTS- ১৮০০০-৫৬৯০০ টাকা


আরও পড়ুন : Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে অফিসার পদে হচ্ছে নিয়োগ,রইল যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া


Education Loan Information:

Calculate Education Loan EMI