Agniveer Recruitment 2022: ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই বন্ধ হয়ে যাবে এই নিয়োগ অভিযান। এই পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট Joinindianarmy.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রকিয়ার জন্য আবেদন করার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২। 


Indian Army Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা


বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণির প্রতিটি বিষয়ে কমপক্ষে সব মিলিয়ে গড়ে ৪৫ শতাংশ নম্বর ও প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।


Agniveer Recruitment 2022: বয়স সীমা
এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনকারী মহিলাদের বয়স ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।


Indian Army Recruitment 2022: অ্যাডমিট কার্ড কখন আসবে


এই নিয়োগ অভিযানের জন্য অ্যাডমিট কার্ড প্রার্থীদের ইমেলে ১২ থেকে ১৩ অক্টোবর ২০২২ এর মধ্যে পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত আরও তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল সাইটের সাহায্য নিতে পারেন।


Agniveer Recruitment 2022: এইভাবে আবেদন করুন


1: এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীদের প্রথমে অফিশিয়াল সাইট Joinindianarmy.nic.in  -এ যেতে হবে।


2: এর পরে প্রার্থীদের হোমপেজে দেওয়া অগ্নিপথ বিভাগে ঢুকতে হবে।


3: এখানে আবেদনকারী Apply Online-এ ক্লিক করুন।


4: এবার প্রার্থীরা তাদের ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন।
5: এই পর্বে প্রার্থীরা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।


6: এখনে প্রার্থীদের প্রয়োজনীয় বিবরণ ও নথি আপলোড করতে হবে।
7: এবার প্রার্থী ফর্ম জমা দিন।
8: শেষে প্রার্থীদের ফর্মের একটি প্রিন্ট আউট নিতে হবে।


Indian Army Recruitment 2022: এ ছাড়াও কদিন আগেই ভারতীয় সেনাবাহিনীতে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের আওতায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন।  যে প্রার্থীরা এই স্কিমের জন্য আবেদন করতে চান, তাদের ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল সাইট joinindianarmy.nic.in -এ গিয়ে আবেদন করতে পারবেন।


​Join Indian Army 2022: মোট কতগুলি পদে হবে নিয়োগ ?
এই পদের জন্য ১৭ অগাস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ১৫ সেপ্টেম্বরে বন্ধ হয়ে যাবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে NCC স্পেশাল এন্ট্রি স্কিমে ৫৫ জন পুরুষ ও মহিলাকে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ৫০জন পুরুষ ও ৫জন মহিলা প্রার্থীকে নিয়োগ করা হবে। 


আরও পড়ুন : ভারতীয় সেনাবাহিনীতে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI