Indian Army Recruitment 2022: সেনাবাহিনীতে দেশের জন্য কাজ করতে চাইলে এটা হতে পারে সেরা সুযোগ। Territorial Army Officer পদে নিয়োগ করছে ইন্ডিয়ান আর্মি। আপনি আগ্রহী হলে Indian Army-র নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেখে নিন।


Indian Army Jobs: কবে থেকে আবেদন ?
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের 01 July 2022 থেকে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।


Indian Army Recruitment 2022: আবেদন শেষ তারিখ
চাকরিপ্রার্থীদের ইন্ডিয়ান আর্মিতে টেরিটোরিয়াল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে 30 July 2022-র মধ্যে আবেদনে করতে হবে।


Job Details (চাকরির বিবরণ)
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
ইন্ডিয়ান আর্মিতে টেরিটোরিয়াল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।


Post Name (পদের নাম)
এই নিয়োগ প্রক্রিয়ায় Territorial Army Officer পদে দেশের সর্বত্র নিয়োগ করা হবে যোগ্য চাকরিপ্রার্থীদের। সেই ক্ষেত্রে কোনও একটি নির্দিষ্ট কর্মস্থল হবে না তাদের।


Indian Army Vacancy Details
Post Name                         No Of Vacancy
Territorial Army Officer 13 (Male – 12 & Female-01 )


Indian Army Jobs : শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে। 


Age Limit (বয়সসীমা)
এই ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে | চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে।


Indian Army Jobs: আবেদন মূল্য
এই পদের জন্য আবেদন করতে সব চাকরিপ্রার্থীকে ডেবিট, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের মাধ্যমে ২০০ টাকা আবেদনের ফি বাবদ জমা দিতে হবে। পরবর্তীকালে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে হবে প্রার্থী বাছাই। শেষে দেশের যেকোনও প্রান্তে নিয়োগ করা হতে পারে অফিসারদের।


আরও পড়ুন : Indian Navy Jobs: ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ, প্রচুর অ্যাপ্রেন্টিস পদে হবে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI