Recruitment In Indian Bank: ইন্ডিয়ান ব্যাঙ্কে (Indian Bank) স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে 312টি পদে হবে নিয়োগ। উপযুক্ত যোগ্যতা থাকলে অনলাইনে দরখাস্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।


Indian Bank Jobs: কীভাবে কোথায় করতে হবে আবেদন ?
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। (নিচে দেওয়া লিঙ্কটি দেখুন)। শুধুমাত্র চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও তথ্যগত উদ্দেশ্যে অন্যান্য বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।


Recruitment In Indian Bank: কোন পদে কত নিয়োগ ?
স্পেশালিস্ট অফিসার - এই পদে মোট 312 টি পদে হবে নিয়োগ।


শিক্ষাগত যোগ্যতা: ব্যাঙ্কের এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর/ CA/ CS/ B.E/ B.Tech উত্তীর্ণ হতে হবে। এই বিষয়ে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।


Indian Bank Jobs: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ভারতীয় ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট - https://www.indianbank.in- এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। গত 24/05/2022 থেকে শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। আগামী 14/06/2022 তারিখ পর্যন্ত এই আবেদন জমা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের দিন সম্পর্কে নিশ্চিত হতে পারেন।


Recruitment In Indian Bank: আরও কী করতে হবে ?
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পর কম্পিউটার-স্ক্রিনে সিস্টেম-জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ দেখতে পাবেন। ভবিষ্যতের চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে। এই পর্যায়ে ইন্ডিযান ব্যাঙ্কে কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা ডকুমেন্ট পাঠাবেন না। যথাসময়ে সমস্ত যাচাই করা হবে। সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্কের পাশাপাশি স্টেট ব্যাঙ্কেও বহু পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে স্টেট ব্যাঙ্কের অফিশিযাল ওয়েবসাইটে যোগাযোগ করা উচিত ব্যাঙ্কে চাকরির আগ্রহীদের। সেখানে সব বিবরণ পেয়ে যাবেন তাঁরা।


Official website of Indian Bank — https://www.indianbank.in 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI