Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ চলছে। আবেদন প্রক্রিয়া (Indian Bank Job) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চারটি ভিন্ন পদে চলছে এই আবেদন। ফিনান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি ইত্যাদি নানা পদে লোক নেওয়া হবে। ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে, তবে এই নিয়োগ শুধুমাত্র অভিজ্ঞ কর্মীদের জন্যেই। যারা বেশ কিছু বছর ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল সেক্টরে কর্মরত, তাঁরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন ? দেখে নিন কতগুলি শূন্যপদ রয়েছে।


শূন্যপদ


ইন্ডিয়ান ব্যাঙ্কে মোট চারটি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।



  • চিফ ফিনান্সিয়াল অফিসার- ১টি

  • কোম্পানি সেক্রেটারি- ১টি

  • হেড অফ হিউম্যান রিসোর্স- ১টি

  • হেড অফ টেকনোলজি- ১টি


বয়সসীমা


এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমার উল্লেখ আছে।



  • চিফ ফিনান্সিয়াল অফিসারের (Indian Bank Job) ক্ষেত্রে বয়স হতে হবে ৩৫-৫৭ বছরের মধ্যে।

  • কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে বয়স হতে হবে ৩০-৫৭ বছরের মধ্যে।

  • হেড অফ হিউম্যান রিসোর্স পদে কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৬-৫৭ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা


চিফ ফিনান্সিয়াল অফিসার


এই পদে কাজের (Indian Bank Job) জন্য প্রার্থীকে অবশ্যই  সিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ডিগ্রি থাকতে হবে। BFSI-তে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। এমনকী প্রার্থী যদি Institute of Company Secretaries of India-র সদস্য হন, তাহলে অগ্রাধিকার পাবেন।


কোম্পানি সেক্রেটারি


যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। আইন নিয়ে স্নাতক হলে এবং একইভাবে Institute of Company Secretaries of India-র সদস্য হলে অগ্রাধিকার পাবেন। এছাড়া স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে প্রার্থীকে কোনও একটি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


হেড অফ হিউম্যান রিসোর্স


প্রার্থীকে এই পদে কাজের জন্য MBA পাশ করতে হবে। এছাড়া হিউম্যান রিসোর্সের সঙ্গে সম্পৃক্ত কোনও শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে ১৫ বছরের হিউম্যান রিসোর্স বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


হেড অফ টেকনোলজি


এই পদের জন্য প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে MCA করতে হবে। বি.ই বা বি.টেক বা এম.টেক থাকলে অগ্রাধিকার পাবেন।


কাজের মেয়াদ


চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। ন্যূনতম ৩ বছরের চুক্তি হবে। তবে প্রতি বছরের শেষে কাজের মূল্যায়নের মাধ্যমে নতুন চুক্তি স্বাক্ষরিত হবে।


কীভাবে আবেদন করবেন


অনলাইনে এই আবেদন করা যাবে না। তবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত নথি সহ ভালভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত দিনের মধ্যে।


আবেদনের ফি


অসংরক্ষিত প্রার্থীদের এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি হিসেবে ব্যাঙ্কে (Indian Bank Job) চালান কেটে বা NEFT বা IMPS-এর মাধ্যমে ১০০০ টাকা পাঠাতে হবে। মহিলা, বিশেষভাবে সক্ষম এবং তপশিলি উপজাতিভুলত প্রার্থীদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।


আবেদনের শেষ দিন


২৯ ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


বিস্তারিত জানতে সংস্থার সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখুন।


আরও পড়ুন: CBSE Board Exam 2024: CBSE ১০ ও ১২ ক্লাসের পরীক্ষা শুরু আজ, কী কী নিয়ম মানতে হবে পড়ুয়াদের


Education Loan Information:

Calculate Education Loan EMI