Jobs In Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে ২০২৪ সালের জানুয়ারি কোর্সের জন্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এডুকেশন ব্রাঞ্চ ও টেকনিক্যাল ব্রাঞ্চ অফিসারের শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) অফিসার পদে জন্য নিয়োগ শুরু হয়েছে। ২২৭টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। 

Executive Branch – 150

Education Branch – 12

Technical Branch – 80

Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশন অফিসারের ২২৭টি পদে জানুয়ারি ২০২৪ ব্যাচের নিয়োগের জন্য পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারেন।

Jobs In Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে নিয়োগের জন্য বয়সসীমা:এই ক্ষেত্রে প্রার্থীদের জন্ম ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জুলাই ২০০৪ এর মধ্যে হতে হবে। বয়সের আরও তথ্যের জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের প্রবেশের জন্য শারীরিক মান:শারীরিক মান সংক্রান্ত বিশদ বিবরণের জন্য ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট- www.joinindiannavy.gov.in দেখুন

Jobs In Indian Navy: আবেদন ফি:এই ক্ষেত্রে প্রার্থীদের আবেদনের কোনও ফি জমা দিতে হবে না।

ভারতীয় নৌবাহিনীর ২৪ জানুয়ারি ব্যাচের নির্বাচন প্রক্রিয়া:পর্যায়- I (Intelligence Tests, Picture Perception, and Group Discussion Tests) এবং পর্যায়- II (Psychological Tests, Group Task Tests, and Interviews), PABT Pilot Aptitude Battery Test) সহ এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে মেডিকেল পরীক্ষা।

পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — www.joinindiannavy.gov.in। প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন

কীভাবে আবেদন করতে হবে:আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 29-04-2023 থেকে 14-05-2023 তারিখের মধ্যে শুধুমাত্র ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন — www.joinindiannavy.gov.in 

অনলাইন আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে, একটি রেজিস্ট্রেশন নম্বর সহ স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে চিঠিপত্রের জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট আউট করতে হবে। এই পর্যায়ে কোথাও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না। সব যাচাইকরণ যথাসময়ে সম্পন্ন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:অনলাইন আবেদনের শুরুর তারিখ - 29-04-2023

অনলাইন আবেদনের শেষ তারিখ – 14-05-2023

আরও পড়ুন : PAN Card Limit: ২টি প্যান কার্ড রয়েছে আপনার ? জানেন এতে জরিমানা সহ হতে পারে আরও সমস্যা ?


Education Loan Information:

Calculate Education Loan EMI