Jobs In Indian Navy: ভারতীয় নৌবাহিনীতে প্রচুর শিক্ষানবীশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। সেখানেই পদ, বেতন ছাড়াও যোগ্যতার যাবতীয় বিবরণ পেয়ে যাবেন।
Indian Navy Jobs: গুরুত্বপূর্ণ তারিখ
ভারতীয় নৌবাহিনীর এই পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৬ অগাস্ট থেকে। এই নিয়োগ প্রক্রিয়া চলাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত । চাকরিপ্রার্থীদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে পদগুলির জন্য আবেদন করতে হবে। সারা ভারতে শিক্ষানবীশ পদে এই নিয়োগ চলবে।
Jobs In Indian Navy: এই পদগুলিতে হবে নিয়োগ
No. of Posts
Computer Operator and Programming Assistant (COPA) 230
Electrician
Electronics Mechanic
Fitter
Machinist
Mechanic Motor Vehicle
Mechanic Refrigeration and Air Conditioning (MRAC)
Turner
Welder (Gas & Electric)
Instrument Mechanic
Sheet Metal Worker
Secretarial Assistant
Electroplater
Plumber
Mechanic Diesel
Marine Engine Fitter
Shipwright (Wood)
Tool and Die Maker (Press Tools, Jigs and Fixtures)
Painter (General)
Pipe Fitter
Foundryman
Tailor (General)
Machinist (Grinder)
Mechanic Auto Electrical & Electronics
Draughtsman (Mechanical)
Draughtsman (Civil)
Indian Navy Jobs: শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নৌবাহিনীর এই শিক্ষানবীশ পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। মাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে প্রার্থীর। সঙ্গে যে ক্ষেত্রে তিনি আবেদন করছেন, সেই পদের জন্য প্রয়োজনীয় আইটিআই যোগ্যতা লাগবে। সেখানেও ৬৫ শতাংশ নম্বর নিয়ে নির্দিষ্ট ট্রেড পাশ করতে হবে আবেদনকারীকে।
Jobs In Indian Navy: আবেদনকারীর বয়সসীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের জন্য বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া রয়েছে। মনে রাখবেন, এই পদের জন্য কোনও আবেদনপত্র জমা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হবে। এ ছাড়াও প্রচুর পদে সম্প্রতি নিয়োগ হচ্ছে। নিচে স্টেট ব্যাঙ্কের এরকম একটি কাজের বিষয়ে দেওয়া হল।
SBI Clerk Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাঙ্কে ক্লার্ক ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) এর জন্য প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট bank.sbi/careers ও sbi.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ৭ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, ২০২২।
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা 2022 সালের নভেম্বর মাসে নেওয়া হবে। পরবর্তীকালে ডিসেম্বর/জানুয়ারি মাসে মেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগের মাধ্যমে মোট ৫০০৮টি শূন্য পদ পূরণ করা হবে।
SBI নিয়োগ 2022-এর যোগ্যতা, অভিজ্ঞতা, নির্বাচনের মানদণ্ড ও অন্যান্য বিবরণ সম্পর্কে আপনার যা জানা দরকার তা এখানে দেওয়া হয়েছে।
SBI Clerk Recruitment 2022: এসবিআই ক্লার্ক নিয়োগ ২০২২ গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে: সেপ্টেম্বর ০৭, ২০২২
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ২৭ সেপ্টেম্বর ২০২২
Education Loan Information:
Calculate Education Loan EMI