Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর (​Indian Navy Agniveer Recruitment)পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা এই বিষয়ে কৌতূহল থাকলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। 


Agniveer Recruitment: কবে আবেদনের শেষ তারিখ ?
এই পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in -এ এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ১৫ জুলাই শুরু হবে। চাকরিপ্রার্থীরা ২২ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ হবে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট (SSR)এর অধীনে।


​Indian Navy Agniveer Jobs: এখানে শূন্যপদের বিশদ বিবরণ রয়েছে
বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় নৌবাহিনীতে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অগ্নিবীরের ২৮০০টি পদে নিয়োগ করা হবে। এখানে কেবল অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন।


​Indian Navy Recruitment 2022: এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা


এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা-সহ ১২ পাশ হতে হবে।


​Indian Navy Agniveer Jobs: চাকরিপ্রার্থীর বয়সসীমা 


এই নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীর জন্ম ১ নভেম্বর ১৯৯৯ থেকে ৩০ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে।


প্রয়োজনীয় তথ্য- এই পদগুলিতে আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৭ সেমি ও মহিলা প্রার্থীদের জন্য ১৫২ সেমি নির্ধারণ করা হয়েছে।


Indian Navy Recruitment 2022: জেনে নিন বেতন কাঠামো 


ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে প্রাথমিক বেতন হিসাবে ৩০ হাজার টাকা দেওয়া হবে। প্রতি বছর বাড়বে এই বেতন।


Agniveer Recruitment 2022: কীভাবে হবে নির্বাচন 


১২ উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এরপর তাদের লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে।


আরও পড়ুন : Railway Recruitment 2022: ৩০,০০০ টাকা বেতন, রেলে এই পদগুলিতে হবে নিয়োগ


Education Loan Information:

Calculate Education Loan EMI