Indian Railway Recruitment 2022: ভারতীয় রেলে কাজ করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। উত্তর পূর্ব সীমান্ত রেলে হাজার হাজার শিক্ষানবীশ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদে যোগ্য প্রার্থীরা nfr.indianrailways.gov.in- এ NFR (Northeast Frontier Railway) -এর অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারেন। এই পদগুলিতে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এই নিয়োগের মাধ্যমে 5636টি পদ পূরণ করা হবে। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ 30 জুন।
Indian Railway Jobs: কোন পদে কত নিয়োগ ?
ভারতীয় রেলওয়ের এই নিয়োগ অভিযানের মাধ্যেমে কাটিহার ও টিডিএইচ ওয়ার্কশপের জন্য 919 টি পদ, আলিপুরদুয়ারের জন্য 5২২ টি পদ, রঙিয়ার জন্য 551 টি পদ, লামডিংয়ের জন্য 1140 টি পদ, তিনসুকিয়ার জন্য 547 টি পদ, নতুন বঙাইগাঁওয়ের ওয়ার্কশপের জন্য 1,110 টি পদ ও 847 টি পদ অনুমোদিত হয়েছে ডিব্রুগড় ওয়ার্কশপের জন্য।
Indian Railway Recruitment 2022: কে আবেদন করতে পারেন ?
এই রেলওয়ে নিয়োগের জন্য আবেদন করার জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হবে।
Indian Railway Jobs: আবেদনকারীর বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এর বেশি বয়সের ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন না।
Indian Railway Recruitment 2022: এইভাবে হবে নির্বাচন
এই পদে আবেদনের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
Indian Railway Jobs: আবেদন ফি প্রদান করতে হবে
এই পদেআবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে নিয়োগের জন্য 100 টাকা ফি বাবদ দিতে হবে। তিনি ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করে এই টাকা দিতে পারবেন।
আরও পড়ুন: Indian Air Force Jobs: ভারতীয় বায়ুসেনায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি, দশম পাশরাও করতে পারবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI