Indian Railways Recruitment 2023: ভারতীয় রেলওয়েতে (Indian Railways) নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জানানো হয়েছে নদার্ন রেলওয়ে দিল্লিতে General Departmental Competitive Examination (GDCE)- এর জন্য অ্যাপ্লিকেশন প্রকাশ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগামী ২৮ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। জানা গিয়েছে, মোট ৩২৩টি শূন্যপদ রয়েছে। ALP/Technicians, Junior Engineer এবং Train Manager - এইসব পদে নিয়োগ করা হবে। 


দেখে নেওয়া যাক কোথায় কত শূন্যপদ রয়েছে


অ্যাসিসট্যান্ট লোকো পাইলট- ১৬৯
ট্রেন ম্যানেজার- ৪৬
টেকনিশিয়ান- ৭৮
জুনিয়র ইঞ্জিনিয়ার- ৩০ 


শিক্ষাগত যোগ্যতা


অ্যাসিসট্যান্ট লোকো পাইলট- ম্যাট্রিকুলেশন পাশ হতে হবে আবেদনকারীদের। এছাড়াও প্রয়োজন আইটিআই-র অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট (specified trades/Act)। এর পাশাপাশি যাঁরা আইটিআই থেকে মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।  


ট্রেন ম্যানেজার/মালগাড়ির গার্ড (গুডস গার্ড)- স্বীকৃতীপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে হবে বা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। 





গুরুত্বপূর্ণ তারিখ


নোটিফিকেশন প্রকাশ হয়েছিল- ২৮ জুলাই, ২০২৩
অনলাইনে অ্যাপ্লিকেশন জমা দেওয়া শুরু হয়েছে- ২৯ জুলাই, ২০২৩
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ- ২৮ অগস্ট, ২০২৩
সই করা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ- ১ সেপ্টেম্বর ২০২৩ 


কীভাবে আবেদন করবেন



  • প্রথমে indianrailways.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এটি ভারতীয় রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট।

  • GDCE ONLINE/E-Application এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে Candidate Registration- এ।

  • প্রয়োজনীয় যাবতীয় তথ্য দিতে হবে যেমন- নাম, ফোন নম্বর, ইমেল আইডি, জন্মতারিখ ইত্যাদি।

  • রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে এবং সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • এবার অ্যাপ্লিকেশ ফর্ম পূরণ করে সেখানে ছবি, সই, আঙুলের ছাপ এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য আপলোড করতে হবে।

  • এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

  • সুবিধার জন্য জমা দেওয়া ফর্মের একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে। 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আরও পড়ুন- ইসরোতে চাকরির সুযোগ, কোন কোন পদে হবে নিয়োগ? কত শূন্যপদ রয়েছে?





Education Loan Information:

Calculate Education Loan EMI