Internship Scheme Portal: এই বছর বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশে ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা বলেছিলেন। ফলে এই স্কিমকে ঘিরে দেশের তরুণ যুবকদের মধ্যে কৌতুহল ক্রমেই বাড়ছে। এখন জানা যাচ্ছে যে এই মাস থেকেই দেশে শুরু হতে চলেছে ইন্টার্নশিপ স্কিম। বহু সংস্থা আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই স্কিম চালু করে দেবে বলে জানা গিয়েছে। এই সংস্থাগুলি তাদের নিজস্ব পোর্টালে এই বিষয়ে জানাবে। যুবক-তরুণদের জন্য এই পোর্টাল চালু হবে আগামী ১২ অক্টোবর থেকে। কেন্দ্র সরকার দাবি করছে যে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে কোটি কোটি তরুণ যুবকদের সুবিধে হবে। দেশের সেরা ৫০০ সংস্থায় কাজের অভিজ্ঞতা পাবেন তারা।
CII ও দেশের কর্পোরেট অ্যাফেয়ারস মন্ত্রক এই ব্যাপারে কাজ করছে
সংবাদসূত্রে জানা গিয়েছে দেশের বিভিন্ন সংস্থাই এই ইন্টার্নশিপ করাতে আগ্রহী। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) সম্প্রতি কর্পোরেট অ্যাফেয়ারস মন্ত্রক উভয় মিলেই এই উদ্যোগ সফল করার চেষ্টায় রত। প্রতিবেদন অনুসারে, যে সমস্ত সংস্থা এই স্কিমে যোগ দেবে তাদের ন্যূনতম তিন বছরের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খরচ দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রী স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট প্যাকেজের মধ্যেই এই স্কিম আনা হবে।
এই তরুণ-যুবকরা সুযোগ পাবেন
যে সমস্ত প্রার্থীর বয়স ২১ বছর থেকে ২৪ বছরের মধ্যে এবং যারা দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তারাই কেবল এই স্কিমে যোগ দিতে পারবেন। কোনও চাকরিতে যোগ দিলে এই স্কিমের অধীনে নাম লেখানো যাবে না। এছাড়াও আইআইটি, আইআইএম, আইআইএসইআর, সিএ এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তি হলেও এই স্কিমে আবেদন করা যাবে না। যে সমস্ত প্রার্থীর অভিভাবকরা সরকারি চাকরি করেন, যাদের পারিবারিক আয় ৮ লাখ টাকার উপর তাদের ক্ষেত্রে এই ইন্টার্নশিপ স্কিমে নাম লেখাতে পারবেন।
১২ মাসের জন্য নির্বাচিত হবেন প্রার্থীরা
এই জন্য https://pminternship.mca.gov.in/login/ পোর্টালে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করাতে হবে। এর সঙ্গে কেওয়াইসি আপডেট করাতেও হবে। আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। নিজের সমস্ত যোগ্যতার উল্লেখ করে একটা ডিক্লারেশন দিতে হবে প্রার্থীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI