কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : একই দিনে জোড়া পরীক্ষার ফল। প্রকাশিত হল ICSE ও ISC-র ফল।  Council for the Indian School Certificate Examinations বা CISCE র  প্রকাশিত সোমবারের ফল এক কথায় তাক লাগানো। এবার বোর্ডের পরীক্ষায় ফলাফলে নজর কেড়েছে রাজ্য। এ বার দু’টি পরীক্ষাতেই উজ্জ্বল এ রাজ্যের ছাত্রীরা।অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে কোনও মেধা তালিকা প্রকাশ করেনি CISCE। তবে নম্বরের নিরিখে ISC-তে রাজ্য়ে সম্ভাব্য় শীর্ষে ঠাকুরপুকুরের রীতিশা বাগচী। কলা বিভাগে কার্যত ষোলকলা পূর্ণ করেছেন তিনি। 


রীতিশা বাগচী বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্রী। রেজাল্ট যেন সোনায় বাঁধানো। কলা বিভাগে পড়াশোনা করেও সব স্ট্রিমকে টেক্কা দিয়েছেন এ-মেয়ে। জোকা বিবেকানন্দ মিশনের কলাবিভাগের ছাত্রী রীতিশার বেস্ট অফ ফোরে, প্রাপ্ত নম্বর ৪০০-র মধ্য়ে ৩৯৯।  এই ১ নম্বর কোথায় গেল, সেটাই খুঁজে বের করতে মার্কশিটে চোখ রাখা। ইতিহাসে পেয়েছেন, ১০০-এ ১০০। সমাজবিজ্ঞানে ১০০-এ ১০০। মনস্তত্ত্বে ১০০-এ ১০০।  ইংরেজিতে ১০০-এ ৯৯। সেটাই আফশোস ছাত্রীর। 


সঙ্গে গিটার নিয়ে বসেছিলেন এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে। এত নম্বর কীভাবে পাওয়া যায়? এবিপি আনন্দ-র প্রশ্নের উত্তরে রীতিশার জবাব, ' সব আমার পছন্দর বিষয়। আমি ছোট থেকেই ঠিক করেছিলাম হিউম্যানিটিজ নিয়েই পড়ব। আর কিছুই ভাল লাগত না। তাই ১১ থেকেই বিষয়গুলি বড্ড পছন্দ হতে শুরু করে। তাই ভাল রেজাল্ট করতেই হবে, ঠিক করে রেখেছিলাম। রীতিশার বিশ্বাস, ভাল করে পড়লে , বিষয় যাই হোক নম্বর ভাল পাওয়া যায়। আগামীতে ইতিহাস নিয়ে পড়তে চান রীতিশা। তারপর চান সাংবাদিকতা করতে। লেখালিখই করতে ভালবাসেন। আগামী দিয়ে সেই নিয়েই এগোতে চান। 


এত নম্বর পাওয়ার রহস্য কী ? খোলসা করলেন রীতিশা। বললেন ভালবেসে পড়তে হবে, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, ভালভাবে জানার জন্য পড়তে হবে। তাহলে ভাল নম্বর আসবেই। নতুন জিনিস জানার আগ্রহে পড়তে হবে। তাহলে আরও বেশি জানার আগ্রহ আসবে। 


২০২৪-এর ICSE পরীক্ষায় রাজ্যের পাশের হার ৯৯.২২%। এরমধ্য়ে মেয়েদের পাশের হার, ৯৯.৪১%। ছেলেদের, ৯৯.০৭%।  অন্য়দিকে, ISC পরীক্ষায় রাজ্য়ের পাশের হার ৯৭.৮০%।  ছাত্রীদের পাশের হার ৯৮.৮৬%। ছাত্রদের পাশের হার ৯৬.৮৮%। এবার  দশম ও  দ্বাদশে সর্বভারতীয় স্তরেও ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন : 


প্রকাশিত আইসিএসই, আইএসসি-র ফল, জানুন বিস্তারিত


Education Loan Information:

Calculate Education Loan EMI