ISRO Recruitment 2025: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মীর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংস্থায় বলা ভাল ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থায় ৩২০ জন বিজ্ঞানী অথবা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। সবকটি পদই রয়েছে এসসি সম্প্রদায়ের জন্য। অর্থাৎ এটি সংরক্ষিত শ্রেণির জন্য নিয়োগ। জেনারেল বা ওবিসি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারেন।

গুরুত্বপূর্ণ তালিকা

আবেদন শুরুর দিন – ২৭ মে ২০২৫

আবেদন শেষের দিন – ১৬ জুন ২০২৫

ফি জমা দেওয়ার শেষ দিন – ১৮ জুন ২০২৫

কোন কোন পদে লোক নেওয়া হবে

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি (ইলেকট্রনিক্স)

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি (মেকানিক্যাল)

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি (কম্পিউটার সায়েন্স)

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি (ইলেকট্রনিক্স)- পিআরএল

সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার এসসি (কম্পিউটার সায়েন্স) – পিআরএল

বয়সসীমা

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। ১৬ জুন ২০২৫-এর হিসেবেই এই বয়স গণনা করা হবে। ইসরোর ওয়েবসাইটে বর্ণিত সমস্ত শিক্ষাগত ও প্রযুক্তিগত যোগ্যতা পূরণ হলে তবেই আবেদন করা উচিত।

আবেদনের ফি কত

ইসরোতে সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র জমা করার পরে সমস্ত পদের জন্যই ২৫০ টাকা জমা দিতে হবে ফি হিসেবে। আর আবেদনের সময় প্রসেসিং ফি হিসেবে আরও অতিরিক্ত ৭৫০ টাকা জমা দিতে হবে।

রিফান্ড নীতি

ইসরো জানিয়েছে যে এই ৭৫০ টাকা পুরোটাই ফের দেওয়া হবে মহিলা প্রার্থীদের, এসসি/এসটি কিংবা অবসরপ্রাপ্ত কর্মীদের। আর বাকি প্রার্থীদের পরীক্ষায় বসার পরে ৫০০ টাকা ফেরত দেওয়া হবে।

কীভাবে হবে নির্বাচন

তিনটি ধাপে হবে প্রার্থী নির্বাচন। প্রথমে হবে লিখিত পরীক্ষা। ভারতের মোট ১১টি জায়গায় এই পরীক্ষাকেন্দ্র হবে। এই পরীক্ষাকেন্দ্র বদল বা বাতিল করার অধিকার রয়েছে ইসরোর।

এরপরের ধাপে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ১:5 অনুপাতে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রার্থীদের অর্থাৎ প্রতি পদের জন্য ১০ জন করে। সবশেষে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ থেকে ৫০ শতাংশ করে নম্বর নিয়ে চূড়ান্ত নির্বাচনের তালিকা প্রকাশ করা হবে।  

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI