Jobs In ITBP: ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে এই নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করতে পারেন। নিচে এই বিষয়ে বিস্তারিত দেওয় হল।

ITBP Recruitment: চাকরির গুরুত্বপূর্ণ তারিখএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীরা ১৩ অক্টোবর থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ১১ নভেম্বর। এরপরে কোনও আবেদন নেবে না কর্তৃপক্ষ। মনে রাখবেন, সারা ভারতে Indo Tibetan Border Police (ITBP)-র হেড কনস্টেবল পদে হবে এই নিয়োগ।

ITBP Vacancy DetailsPost Name                                         No. of PostsHead Constable (Education and Stress Counsellor) 23Category-wise Vacancy DetailsParticulars UR EWS OBC SC TotalMale         11   2       3     4    20Female      2    0       0     1      3Total         13   2       3     5     23

Jobs In ITBP: শিক্ষাগত যোগ্যতাইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীকে। সঙ্গে সাইকোলজি বা বিইএড  উত্তীর্ণ হতে হবে প্রার্তীকে। এই বিষয়ে বিশেদ জানতে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।

ITBP Recruitment: আবেদনকারীর বয়সসীমাএই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে | 

Jobs In ITBP: আবেদনের ফিপ্রার্থীকে নিম্নলিখিত আবেদনমূল্য জমা করতে হবে |Gen/OBC/EWS বিভাগের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদনমূল্য দিতে হবে।Female/Ex-Sm/SC/ST-দের জন্য চাকরিপ্রার্থীকে কোনও পরীক্ষার মূল্য দিতে হবে না।

ITBP Recruitment: নির্বাচনের পদ্ধতিনিম্নলিখিত ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীর নির্বাচন করা হবে |Physical Efficiency Test (PET)Physical Standard Test (PST)Written TestVerification of DocumentsMedical Examination [Detailed Medical Examination (DME)/Review Medical  Examination (RME)]


Education Loan Information:

Calculate Education Loan EMI