Jobs In ITBP: ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-তে অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। নিচে এই বিষয়ে বিস্তারিত দেওয়া হল।


ITBP SI Recruitment 2022: আবেদনের শেষ তারিখ 
ITBP নিয়োগ প্রক্রিয়ার অধীনে সাব ইন্সপেক্টর গ্রুপ বি পদে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ১৬ জুলাই ২০২২ থেকে শুরু করতে হবে। আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে ১৪ অগাস্ট ২০২২। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in - এ গিয়ে অনলাইনে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন।


Jobs In ITBP: শূন্য পদের বিবরণ


ITBP নিয়োগ ২০২২ এর অধীনে সাব ইন্সপেক্টর (ওভারসিয়ার) এর মোট ৩৭ টি পদে নিয়োগ হবে। যার মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৩২টি পদ (UR - 7, SC - 2, ST - 2, OBC - 15, EWS - 3) ও মহিলা প্রার্থীদের জন্য ৫ টি পদ (UR - 1, SC - 1, OBC - 3) রাখা হয়েছে।


ITBP SI Recruitment 2022: কীভাবে হবে প্রার্থী নির্বাচন ? 
প্রার্থীদের লিখিত পরীক্ষা PET ও PST এর মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার পরে আবেদনকারীদের PET ও PST-র জন্য ডাকা হবে।


Jobs In ITBP: বেতন কাঠামো জানুন 


সাব ইন্সপেক্টর (ওভারসিয়ার) পদের জন্য নির্বাচিত পুরুষ ও মহিলা প্রার্থীদের প্রতি মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা বেতন দেওয়া হবে।


ITBP SI Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা


দশম পাশ ও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এর সঙ্গে আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সসীমায় ছাড় ও এই নিয়োগের সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীরা প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। 


Jobs In ITBP : এইভাবে করুন আবেদন


অফিশিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in দেখুন।


হোম পেজে দেওয়া নতুন ব্যবহারকারীর রেজিস্ট্রশনে-এ ক্লিক করুন।


এখানে মেইল ​​আইডি দিয়ে রেজিস্টার করুন।
 
আবেদন প্রক্রিয়া শুরু করুন।


বিশদ বিবরণ ও নথি আপলোড করুন।


শেষে সব জমা দিন।


আরও পড়ুন : WBMSC Recruitment: কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI