নয়াদিল্লি: বদলে গেল জেইই অ্যাডভান্সের (JEE Advanced 2022) পরীক্ষার দিন। নয়া পরীক্ষা সূচি প্রকাশ করা হয়। মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, (IIT, Bombay) পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। ২৮ অগাস্ট এই পরীক্ষা হবে। এর আগে ৩ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
জেইই অ্যাডভান্সের সূচি পরিবর্তন: অফিশিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in –এ জেইই অ্যাডভান্সের সম্পূর্ণ সূচি দেখা যাবে। আইআইটি জেইই অ্যাডভান্স সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। মূলত দুটি পেপারে এই পরীক্ষা হবে। পেপার ওয়ান এবং পেপার টু-এর সময় সূচিও জানিয়ে দেওয়া হয়েছে।
- পেপার ওয়ানের পরীক্ষা- সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- পেপার টু-এর পরীক্ষা- দুপুর ২:৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য:
- ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা প্রাথমিক অ্যান্সার কী দেখতে পারবেন।
- চূড়ান্ত অ্যান্সার কী দেখা যাবে ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে।
- ওই দিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর প্রকাশিত হবে জেইই অ্যাডভান্সের ফল।
এর আগে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency )। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, জুন মাস থেকে হবে পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে জুলাই মাসে। এর আগে ২১ এপ্রিল থেকে প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল জেইই মেন। কেন সূচিতে পরিবর্তন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency ) জানায়, একাধিক পরীক্ষার্থী জানিয়েছে যে বোর্ড পরীক্ষার সঙ্গে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার সূচিতে সংঘাত হচ্ছে। পরীক্ষার্থীর আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ (NTA)। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) জানিয়েছে, ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং তাঁদের সমস্যার পাশে দাঁড়াতে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2022)-এর সেশন -১ –এর সূচি পরিবর্তন করা হয়।
আরও পড়ুন: UGC Update: একইসঙ্গে জোড়া ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ, অভাবনীয় পদক্ষেপ ইউজিসি-র
Education Loan Information:
Calculate Education Loan EMI