নয়াদিল্লি: আগামীকাল শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স (মেন)। পরীক্ষা নেবে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। গত ১১ ফেব্রুয়ারি অ্য়াডমিট কার্ড দিয়েছে নিয়ামক সংস্থা। পরীক্ষা চলবে শুক্রবার পর্যন্ত। এই বছর ৪ বার এই পরীক্ষা নেবে পরীক্ষা নেবে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। জয়েন্ট এন্ট্রান্স (মেন) পেপার ওয়ান পরীক্ষা নেওয়া হবে এই ৪ পর্বে। পেপার টু অবশ্য নেওয়া হবে ফেব্রুয়ারি এবং মে মাসে।
পরীক্ষার আগে পরীক্ষার্থীদের সুবিধার জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষাকেন্দ্রে কী করা যাবে কী করা যাবে না তা নিয়ে স্পষ্টভাবে জানিয়েছে এনটিএ। সংস্থা জানিয়েছে-
১. পরীক্ষা শুরু ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে পরীক্ষার্থীদর।
২. যাঁরা অ্যাডমিট কার্ড বা কোভিড নেগেটিভ রিপোর্ট আনবেন না তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
৩. অ্যাডমিট কার্ডে লেখা বিষয়ের ভিত্তিতে প্রশ্নপত্র পরীক্ষার্থী পেয়েছেন কি না তা নিশ্চিত করতে হবে।
৪. দুজন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে।
৫. প্রত্য়েক পরীক্ষাকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৬. মোটা সোলের জুতো পরতে পারবেন না পরীক্ষার্থীরা।
৭. পরীক্ষা শুরুর আগে পড়ে নিতে হবে নির্দেশিকা।
৮. দ্রুততার সঙ্গে পরীক্ষা দিতে হবে। যাতে প্রয়োজনে পরে সময় হাতে থাকে।
৯. পরীক্ষার আগে নতুন কোনও কিছু পড়ার প্রয়োজন নেই। ইতিমধ্যে যা পড়া হয়ে গিয়েছে সেটা পড়াই শ্রেয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI