Joint Entrance Examination: জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার প্রশ্নপত্রের ধরন আমূল বদলে যাচ্ছে আগামী বছর থেকেই। এই পরীক্ষার (JEE Mains 2025) সেকশন বি-তে আর কোনো বৈকল্পিক প্রশ্ন থাকবে না। এই পরীক্ষার নিয়ম ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ও প্ল্যানিং দুটি বিষয়ের জন্যই প্রযোজ্য। ইঞ্জিনিয়ারিংয়ের বিই/বি-টেক পেপার ১ এবং বি-আর্ক/বি-প্ল্যানিং পেপার ২-এর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (JEE Mains) এই ঘোষণা করেছে।


অন্যদিকে আরেকটি পৃথক ঘোষণায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষার জন্য আবেদন ও সমস্ত রকম তথ্য জানা যাবে jeemain.nta.ac.in ওয়েবসাইট থেকে এবং আর কয়েক দিনের মধ্যেই এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।


২০২১ সালে একটি নতুন নিয়ম চালু করে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বোর্ড, এই নিয়ম অনুসারে কোভিড ১৯ মহামারি সময় যে অ্যাকাডেমিক প্রতিবন্ধকতা দেখা গিয়েছিল সেই জন্য এই ধরনের অতিরিক্ত প্রশ্ন দেওয়া শুরু হয়েছিল। তবে এবার থেকে আর এই নিয়ম কার্যকর থাকবে না।


বিগত ৪ বছরের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় প্রশ্নপত্রে থাকত ৯০ মিনিট, এর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এই তিনটি বিষয় থেকে ২০ নম্বর করে সেকশন এ-তে, সেকশন বি-র অংশে তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকে।


তবে ২০২৫ সাল থেকে জয়েন্ট এন্ট্রান্স মেনসের পুরনো প্রশ্নপত্রের ধরনই মেনে চলা হবে যেখানে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত থেকে ২৫ নম্বর করে প্রশ্ন আসবে। জয়েন্ট এন্ট্রান্স মেনস ২০২৫ বছরে দু'বার করে আয়োজিত হবে যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্য। দেশের আইআইটি, এনআইটি সহ অন্যান্য আইটি প্রতিষ্ঠানগুলিতে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এমনকী এই পরীক্ষা আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডএর স্ক্রিনিং টেস্ট হিসেবেও কাজ করবে।


আরও পড়ুন: Job News: ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI