IAF Agniveervayu Recruitment 2024: ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) অগ্নিবীর বায়ু নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই আইএএফ অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট ২০২৪ (IAF Agniveervayu Recruitment 2024) - এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাঁরা আবেদন করতে চান, তাঁদের যেতে হবে আইএএফ অগ্নিবীর বায়ু (IAF Agniveervayu) - র অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in - এখানে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ৭ জানুয়ারি, ২০২৫- এ এবং শেষ হতে চলেছে ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে।          


গুরুত্বপূর্ণ তারিখের তালিকা 



  • রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ৭ জানুয়ারি, ২০২৫ 

  • রেজিস্ট্রেশন শেষ হচ্ছে ২৭ জানুয়ারি, ২০২৫

  • অনলাইন পরীক্ষা শুরু হবে ২২ মার্চ, ২০২৫ 


আবেদনকারীদের বয়স কী হতে হবে 


আবেদনকারীদের জন্ম ১ জানুয়ারি, ২০০৫- এর মধ্যে থেকে ১ জুলাই, ২০০৮- এর মধ্যে হতে হবে। নির্বাচনের সমস্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে গেলে তালিকাভুক্ত করার তারিখ অনুসারে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর হতে হবে।            


নির্বাচন প্রক্রিয়া 


তিনটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে অনলাইনে লিখিত পরীক্ষা হবে। এর ফলাফল বেরোলে একটি কাট অফ মার্কস বেঁধে দেওয়া হবে। তার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসতে পারবেন। তৃতীয় পর্যায়ে হবে মেডিক্যাল টেস্ট। যাঁরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁরাই তৃতীয় পর্যায়ের জন্য যোগ্য বলে নির্বাচিত হবেন।            


অ্যাপ্লিকেশন ফি 


যাঁরা ভারতীয় বায়ুসেনার অগ্নিবীরবায়ু পদে নিয়োগের জন্য আবেদন করতে চলেছেন তাঁদের ৫৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং তার সঙ্গে থাকবে জিএসটি। অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে গিয়েই এই টাকা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আবেদনকারীরা আর্থিক লেনদেনের নথি রেখে দিতে পারেন সঙ্গে। পরে কাজে লাগতে পারে।           


আরও পড়ুন- ১৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, ৪৭ হাজার পর্যন্ত মিলবে বেতন- আবেদন করেছেন ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI