Job News: ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে। ম্যানেজমেন্ট ট্রেনি-সহ আরও অনেকগুলি পদে রয়েছে চাকরির সুযোগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনেই আবেদন জানাতে পারবেন। ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট eximbankindia.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ২৮টি শূন্যপদে চাকরি পাবেন যোগ্য আবেদনকারীরা। গত ২২ মার্চ শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। আর এই লিখিত পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
কোন কোন শহরে হবে পরীক্ষা
আপাতত জানা গিয়েছে, চেন্নাই, কলকাতা, মুম্বই এবং নিউ দিল্লি - এই চার শহরে হবে পরীক্ষা। যদি যথেষ্ট সংখ্যায় পরীক্ষার্থী পাওয়া না যায়, তাহলে পরীক্ষাকেন্দ্রের পরিবর্তন হতে পারে। আবেদনকারীদের পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডেও ডাকা হবে। এই ইন্টারভিউ হবে মুম্বই এবং নিউ দিল্লিতে।
এবার দেখে নেওয়া যাক কোথায় কত শূন্যপদ রয়েছে
১। ম্যানেজমেন্ট ট্রেনি - ২২টি শূন্যপদ
২। ডেপুটি ম্যানেজার (গ্রেড / স্কেল জুনিয়র ম্যানেজমেন্ট I) - ৫টি শূন্যপদ
৩। চিফ ম্যানেজার (গ্রেড / স্কেল মিডল ম্যানেজমেন্ট III)- ১টি শূন্যপদ
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
জেনারেল এবং ওবিসিদের দিতে হবে ৬০০ টাকা। এর মধ্যে অ্যাপ্লিকেশন ফি- এর সঙ্গে ইন্টিমেশন চার্জও যুক্ত রয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও মহিলা আবেদনকারীদের দিতে হবে ১-- টাকা (ইন্টিমেশন চার্জ)। এই টাকা নন-রিফান্ডেবল, অর্থাৎ ফেরতযোগ্য নয়।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তীতে ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীদের ব্যক্তিগত ভাবে ইমেল এবং এসএমএসও পাঠানো হবে। লিখিত পরীক্ষার পর যেসব আবেদনকারীর নাম শর্টলিস্ট হবে তাঁরা ডাক পাবেন পরবর্তী ইন্টারভিউ রাউন্ডে।
লিখিত পরীক্ষার হবে Professional Knowledge-Subjective, এই নামে। দুটো ভাগ থাকবে। পার্ট ১ এবং পার্ট ২। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যাঙ্কে এক বছরের সফল প্রশিক্ষণের পর ম্যানেজমেন্ট ট্রেনিদের গ্রেড/স্কেল জুনিয়র ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে নিযুক্ত করা হবে। মাসে ৬৫ হাজার টাকার বৃত্তি পাওয়া যাবে ট্রেনিংয়ের সময়। India Exim Bank- এর অফিশিয়াল ওয়েবসাইটে বাকি যাবতীয় তথ্য বিস্তারিত বিবরণে দেওয়া রয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI