Railway Jobs: দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ে, অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। শিক্ষানবিশ পদে নিযুক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। Apprentice India - এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। apprenticeshipindia.gov.in - এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তা শেষ হবে ৪ মে। মোট ১০০৭টি শূন্যপদ রয়েছে যা এই নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে 

  • নাগপুর ডিভিশন - ৯১৯টি শূন্যপদ 
  • ওয়ার্কশপ মোতিবাগ - ৮৮টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া প্রয়োজন 

যাঁরা দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্ট সেট্রাল রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে চাইছেন তাঁদের দশম শ্রেণি (ম্যাট্রিক) অথবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এর পাশাপাশি আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে দেখে নিন একনজরে 

একটি মেধাতালিকা তৈরি করা হবে এবং তার ভিত্তিতেই হবে যোগ্য প্রার্থীর নির্বাচন। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের নোটিফিকেশন দেখে যতজন আবেদন করবেন তাঁদের সকলের মধ্যে থেকে নাম নিয়েই এই মেধাতালিকা তৈরি করা হবে। আবেদনকারী দশম শ্রেণি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছিলেন এবং যে ট্রেডে তাঁরা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করবেন সেক্ষেত্রে আইটিআই- তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে মেধাতালিকা। বাকি যাবতীয় খুঁটিনাতি তথ্য পাওয়া যাবে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। 

আইডিবিআই ব্যাঙ্কের চাকরির সুযোগ 

আইডিবিআই ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ। স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। মোট ১১৯টি শূন্যপদ পূরণ করা হবে এই নিয়োগের মাধ্যমে। ৭ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 


Education Loan Information:

Calculate Education Loan EMI