Job News: স্টাফ সিলেকশন কমিশন প্রকাশ করেছে SSC Combined Hindi Translator Exam 2025- এর নোটিফিকেশন। যাঁরা আবেদন করতে চান, তাঁরা এসএসসি- র অফশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। ssc.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানানো যাবে। SSC Combined Hindi Translator Exam 2025- এর জন্য ২৬ জুন পর্যন্ত আবেদন জানানো যাবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার শেষদিন ২৭ জুন। কারেকশনাল উইন্ডো খুলবে ১ জুলাই এবং তা বন্ধ হয়ে যাবে ২ জুলাই। কম্পিউটার বেসড পরীক্ষা (পেপার ১) হবে ১২ অগস্ট।
এই নিয়োগের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশন আনুমানিক ৪৩৭টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। গ্রুপ-বি নন-গেজেটেড পদে নিয়োগ করা হবে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, সিনিয়র ট্রান্সলেটর, সাব-ইন্সপেক্টর (হিন্দি ট্রান্সলেটর)- এইসব পদে নিয়োগ করা হবে। ভারত সরকারের একাধিক মন্ত্রক/বিভাগ/প্রতিষ্ঠানের জন্য হবে এই নিয়োগ।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
দুটো পেপারে পরীক্ষা হবে। পেপার ১- এ থাকবে অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্ন। পেপার ১- এর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পেপার ২- এর পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা। পেপার ১- এর পরীক্ষা হবে কম্পিউটার বেসড অর্থাৎ Computer Based Examination। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের নাম শর্টলিস্ট করা হবে ক্যাটেগরি অনুসারে। এর ভিত্তিতে পেপার ২- এর পরীক্ষায় বসতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। এই পেপার ২- এ বিস্তারিত পর্যায়ের পরীক্ষা হবে। অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার। পেপার ১- এর পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। একটা ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ যাবে। অর্থাৎ যযযে প্রশ্নে যত নম্বর থাকবে তার ১/৪ কিংবা ০.২৫ শতাংশ নম্বর বাদ যাবে একটা ভুল উত্তর দিলে।
অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে
মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী- এঁদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বাকিদের অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা। কেবলমাত্র অনলাইনেই টাকা জমা দেওয়া যাবে। BHIM UPI, নেট ব্যাঙ্কিং, অথবা Visa, MasterCard, Maestro, RuPay Debit card- এইসব মাধ্যমের সাহায্যে টাকা জমা দেওয়া যাবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI