Jobs News: কর্মী নিয়োগ করতে চলেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)। জানা গিয়েছে, লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন জানানো যাবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। এই নিয়োগের মাধ্যমে ১৫০০ শূন্যপদে কর্মী নিযুক্ত হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা unionbankofindia.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন চাকরির জন্য। ২৪ অক্টোবর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একনজরে
- অন্ধ্রপ্রদেশ- ১০০টি শূন্যপদ
- অসম- ৫০টি শূন্যপদ
- গুজরাট- ২০০টি শূন্যপদ
- কর্নাটক- ৩০০টি শূন্যপদ
- কেরল- ১০০টি শূন্যপদ
- মহারাষ্ট্র- ৫০টি শূন্যপদ
- ওড়িশা- ১০০টি শূন্যপদ
- তামিলনাড়ু- ২০০টি শূন্যপদ
- তেলেঙ্গানা- ২০০টি শূন্যপদ
- পশ্চিমবঙ্গ- ১০০টি শূন্যপদ
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা কেমন হওয়া প্রয়োজন, জেনে নিন
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোকাল ব্যাঙ্ক অফিসার পদে চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের একটি ফুল-টাইম/রেগুলার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে বা বিভাগে। ভারত সরকার স্বীকৃত বা অনুমোদিত একটি বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রি পেতে হবে আবেদনকারীদের। এই চাকরির জন্য আবেদনকারীদের ন্যূনতম বয়স ২০ বছর হতে হবে। আর সর্বোচ্চ বয়স হতে পারে ৩০ বছর।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে, দেখে নিন
অনলাইনে একটি পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের। এছাড়াও থাকবে গ্রুপ ডিসকাশন, অ্যাপ্লিকেশন স্ক্রিনিং এবং পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড। আবেদনকারীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই পর্যায়গুলি আয়োজিত হবে। লিখিত পরীক্ষায় মোট ১৫৫টি প্রশ্ন থাকবে। সর্বোচ্চ ২০০ নম্বরের পরীক্ষা হবে। ভুল উত্তর দিলে নম্বর বাদ যাবে। অবজেক্টিভ টাইপের এই অনলাইন পরীক্ষায় একটি ভুল উত্তর দিলে ওই প্রশ্নে যত নম্বর রয়েছে তার এক চতুর্থাংশ অর্থাৎ ০.২৫ নম্বর বাদ যাবে।
আবেদনকারীদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসিদের জন্য ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ডেবিট কার্ড (RuPay/Visa/MasterCard/Maestro), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট/ইউপিআই - এইসবের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে।
আরও পড়ুন- নিয়োগ হবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI