Job News: ডিআরডিও- র (DRDO) রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার (Recruitment And Assesment Center) বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ার পদে (Scientist/Engineer) নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। rac.gov.in - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ১৫২। আবেদন করার শেষ তারিখ ১৮ জুলাই, ২০২৫। যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ডিআরডিও কর্তৃপক্ষ। 

কোথায় কত শূন্যপদ জেনে নিন সবিস্তারে 

  • সায়েন্টিস্ট 'বি' ইন ডিআরডিও - ১২৭টি শূন্যপদ 
  • সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার 'বি' ইন এডিএ - ৯টি শূন্যপদ 
  • এনকার্ডেড পোস্ট অফ সায়েন্টিস্ট 'বি' - ১৬টি শূন্যপদ 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

যোগ্য প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে GATE স্কোরের ভিত্তিতে। ১:১০ অনুপাতে দেখা হবে GATE- এর স্কোর। কে, কত নম্বর পেয়েছেন, কোন বিভাগে কত নম্বর পেয়েছেন, তার ভিত্তিতে মেধাতালিকা তৈরি হবে। যেসব প্রার্থীর নাম শর্টলিস্ট করা তাঁদের জিজ্ঞেস করা হবে তাঁরা ইন্টারভিউ রাউন্ডে আসতে চাইছেন কিনা। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পার্সোনাল ইন্টারভিউ হবে। আগে থেকেই ইন্টারভিউয়ের তারিখ দেওয়া হবে। সেই ক্যালেন্ডার দেখে শর্টলিস্ট হওয়া প্রার্থীরা পার্সোনাল ইন্টারভিউয়ের দিন বেছে নিতে পারবেন। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটে এই ক্যালেন্ডার পাওয়া যাবে। GATE স্কোরের উপর ৮০ শতাংশ আর পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডে ২০ শতাংশ weightage দেওয়া হবে। তারপর তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য হয়েছে, জেনে নিন সবিস্তারে 

অসংরক্ষিত শ্রেণি, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি (সব ক্ষেত্রেই পুরুষদের) - দের জন্য ১০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এই টাকা নন-ট্রান্সফারেবল এবং নন-রিফান্ডেবল। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, Divyangjan এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে RAC, DRDO অফিশিয়াল ওয়েবসাইটে। কারা আবেদন করতে পারবেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া প্রয়োজন, তার যাবতীয় বিবরণ পাওয়া যাবে ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটেই। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI