Jobs And Recruitments: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিক্যাল অফিসার (Medical Officer) -সহ একাধিক পদে নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন ইউপিএসসি (UPSC) - র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এখানে গিয়ে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এই নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে মোট ১০৯টি। আগামী ২ এপ্রিল, ২০২৪ পর্যন্ত আবেদন জানানো যাবে অনলাইনে। 


কোথায় কত শূন্যপদ 



  • সায়েন্টিস্ট-বি - ৩

  • স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি অ্যাসিসট্যান্ট প্রফেসর - ৪২

  • ইনভেস্টিগেটর গ্রেড-ওয়ান - ২

  • অ্যাসিসট্যান্ট কেমিস্ট - ৩

  • নটিকাল সার্ভেয়র - cum ডেপুটি ডিরেক্টর জেনারেল - ৬

  • অ্যাসিসট্যান্ট প্রফেসর - ১৩

  • মেডিক্যাল অফিসার - ৪০ 


অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য হয়েছে 


মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, শারীরিক নিরিখে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। অন্যান্য আবেদনকারীদের ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় এই টাকা নগদে জমা দেওয়া যাবে। এছাড়াও নেট ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে যেকোনও ব্যাঙ্কের সাহায্যে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। এছাড়াও ভিসা, মাস্টার রুপে, ক্রেডিট, ডেবিট কার্ড, ইউপিআই পেমেন্ট - এইসব পরিষেবার মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন আপনি। বাকি তথ্য পাওয়া যাবে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে। 


রেলে চাকরির সুযোগ 


রেলওয়েতে সাব ইন্সপেক্টর পদে এবং কনস্টেবল হিসেবে নিয়োগ হবে ৪৬৬০ জন। এর মধ্যে ৪৫২ জন সাব-ইনস্পেক্টর এবং বাকি ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগ মূলত হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের জন্য। আজ ১৫ এপ্রিল থেকেই শুরু হবে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া। আগামী ১৪ মে পর্যন্ত চলবে এই পদের আবেদন। আর এই আবেদন প্রক্রিয়া শেষ হলে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত খোলা থাকবে একটি কারেকশন উইন্ডো যেখানে আবেদনকারীরা তাঁদের আবেদনের সময় ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন।


আরও পড়ুন- সাব ইনস্পেক্টর ও কনস্টেবল নিয়োগ হবে রেলে, সাড়ে ৪ হাজারেরও বেশি শূন্যপদ- কীভাবে আবেদন করবেন ? 


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


Education Loan Information:

Calculate Education Loan EMI