Cooch Behar Zilla Parishad Jobs: রাজ্যের এই জেলায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে হবে নিয়োগ। জেনে নিন, কারা করতে পারবেন আবেদন।
Jobs In Cooch Behar: সব মিলিয়ে কোচবিহার জেলায় তিনটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। Banglar Awaas Yojana (PMAY-G)-এর অধীনে এই পদগুলিতে হবে নিয়োগ। পুরোপুরি চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছাড়াও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগ হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের জেলার অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
DISTRICT COORDINATOR – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। যেকোনও বিষয়ে স্নাতকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
TECHNICAL ASSISTANT – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে।
DATA ENTRY OPERATOR – 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। যেকোনও বিষয়ে স্নাতকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে শংসাপত্র থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা: 01/01/2022 তারিখে আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে হতে হবে। উচ্চ বয়স সীমা SC/STদের জন্য 05 বছর ও OBC বিভাগের জন্য 03 বছর শিথিলযোগ্য। প্রাক্তন সেনা জওয়ান ও অন্যান্যদের সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
Jobs In Cooch Behar: প্রার্থী নির্বাচন
BAY (PMAY-G) এই পদগুলির জন্য কোচবিহারের নির্বাচন কমিটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেছে। লিখিত পরীক্ষায় সেখানে (MCQ) টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।যে পদের জন্য কম্পিউটার জ্ঞান অপরিহার্য, সেই পদে ইন্টারভিউয়ের জন্য লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের কম্পিউটারের পরীক্ষা দিতে হবে।
Cooch Behar Zilla Parishad Jobs: পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য কোচবিহার জেলা পরিষদ, কোচবিহারের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http://www.coochbehar। gov.in
Jobs In Cooch Behar: কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল কোচবিহার জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। http://www.coochbehar.gov.in এই পদে আবেদনের জন্য ৩১/০৩ /২০২২ তারিখে বা তার আগে আবেদনপত্র পাঠাতে হবে।
Official website of Cooch Behar Zilla Parishad, Cooch Behar — http://www.coochbehar.gov.in
Education Loan Information:
Calculate Education Loan EMI