SBI SCO Recruitment 2022: স্টেট ব্যাঙ্কে (SBI) স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগের মাধ্যমে, এজিএম, ডেপুটি ম্যানেজার ও ম্যানেজারের পদগুলিতে চাকরির সুযোগ তৈরি হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা 12 জুন 2022 পর্যন্ত এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 


Bank Recruitment 2022: মোট এই পদগুলিতে হবে নিয়োগ
এই পদগুলির জন্য 21 মে 2022 থেকে আবেদন শুরু হয়েছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ অভিযানের মাধ্যমে 32 টি পদে নিয়োগ করা হবে। আগামী ১২ জুন পর্যন্ত আবেদন করা যাবে।


SBI SCO Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা


এই নিয়োগ অভিযানের অধীনে AGM পদে আবেদন করার জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60 % নম্বর সহ BE / B.Tech পাশ হতে হবে। একই সঙ্গে ডেপুটি ম্যানেজার পদের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে স্ট্যাটিসস্টিকস বিষয়ে ডিগ্রি থাকতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।


Bank Recruitment 2022: বয়স সীমা


এজিএম (আইটি টেক অপারেশনস, আইটি ইনবাউন্ড ইঞ্জিনিয়ার, আইটি আউটবাউন্ড ইঞ্জিনিয়ার, আইটি সিকিউরিটি স্পেশালিস্ট) পদে আবেদনের জন্য বয়স 45 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি ম্যানেজারের (আইটি সিকিউরিটি স্পেশালিস্ট) পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ 38 বছর ধরা হয়েছে। তবে ডেপুটি ম্যানেজার (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার কমান্ড সেন্টার) পদে নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।


SBI SCO Recruitment 2022: কত বেতন জানেন ? 


এই নিয়োগ প্রক্রিয়ায় এজিএম পদের জন্য নির্বাচিত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে 89,890 থেকে 1,00,350 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। ম্যানেজার পদে নিযুক্ত প্রার্থীকে 63,840 টাকা থেকে 78,230 টাকা ও ডেপুটি ম্যানেজারের বেতন 48,170 থেকে 69,810 টাকা দেওয়া হবে।


Bank Recruitment 2022: কীভাবে আবেদন করতে হবে জানেন ?


এই নিয়োগের জন্য প্রার্থীরা 12 জুন 2022 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের আবেদনের পৃষ্ঠার প্রিন্টআউট তাদের সঙ্গে রাখতে হবে।


আরও পড়ুন : Jobs in Jhargram: স্টেনো, ক্লার্কের পদে হবে নিয়োগ, ৫৫টি পদে চাকরির সুযোগ এই জেলায়


Education Loan Information:

Calculate Education Loan EMI