কলকাতা: কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট(CNCI)-এ নিয়োগ শুরু হয়েছে। হাসপাতালের বিভিন্ন পদে হবে এই নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


হাসপাতালের ৫টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। যার মধ্যে মেডিক্যাল ফিজিসিস্ট(রেডিও থেরাপি), ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট, ইঞ্জিনিয়ার (বায়োমেডিক্যাল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরিপ্রার্থীদের Chittaranjan National Cancer Institute(CNCI), Kolkata-র অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র জমা দিতে হবে।


কোন পদে কত নিয়োগ ?


১ মেডিক্যাল ফিজিসিস্ট(রেডিও থেরাপি)-৩টি পদে নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বয়স সীমা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীর মেডিক্যাল ফিজিক্সে MSC ডিগ্রি থাকা আবশ্যিক।কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেডিওলজিক্যাল ফিজিক্স বা মেডিক্যাল ফিজিক্সে এই ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়োট ডিপ্লোমা থাকবে হবে প্রার্থীর।
পে লেভেল-(৫৬,১০০-১,৭৭,৫০০) টাকা


২ ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট-চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট(CNCI)-এ এই পদে মাত্র একজনকেই নিয়োগ করা হবে।
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
শিক্ষাগত যোগ্যতা- MD যোগ্যতার পাশাপাশি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলোনোর অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর। কোনও ২০০ বেডের হাসপাতালে এই ৩ বছরর অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর। 
পে লেভেল-(৬৭৭০০-২,০৮,৭০০)টাকা


৩ ইঞ্জিনিয়ার(বায়োমেডিক্যাল)- এই পদে একজনকেই নিয়োগ করবে কর্তৃপক্ষ
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের ঊর্ধ্বে হলে হবে না।
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে আবেদনকারীর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। সঙ্গে কোনও হাসপাতালে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
পে লেভেল-(৫৬,১০০-১,৭৭,৫০০) টাকা


কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের Chittaranjan National Cancer Institute(CNCI), Kolkata-র অফিশিয়াল ওয়েবসাইট https://cnci.ac.in-এ আবেদন করতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে উপযুক্ত প্রামাণ্য নথি দিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র। পরে সেখানকার স্লিপ রাখতে হবে নিজের কাছে।


আরও পড়ুন : Kolkata Medical Officer Recruitment: কলকাতায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর পদে নিয়োগ, ১০ সেপ্টেম্বর হবে ইন্টারভিউ


আরও পড়ুন : Kolkata CSIR-CGCRI Recruitment 2021: কলকাতায় গবেষক নিয়োগ করছে এই প্রতিষ্ঠান, ১৫ অক্টোবর আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI