কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: এবার প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগার করার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলটি (Kulti) থানার মানবেড়িয়া এলাকায়। জানা যাচ্ছে, শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিংয়ের কাজের প্রশিক্ষণ দিয়ে তা ঘরে বসে করার এবং তার মাধ্যমে টাকা রোজগারের টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে বিভিন্ন মহিলাদের সঙ্গে।


বিভিন্ন সময়ই এছাড়া বিশেষ করে করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) চাহিদা বেড়েছে। বহু সংস্থাই প্রশিক্ষণ দিয়ে বাড়িতে বসে কাজের সুযোগ করে দিচ্ছে। তেমনই আসানসোলের (Asansol) একটি সংস্থা। শুকনো খাবার, আটা প্রভৃতি প্যাকিং করার প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। আসানসোলের বিভিন্ন এলাকায় প্রায় আঠেরোটি সেন্টারও রয়েছে এই সংস্থার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রশিক্ষণ দিয়ে ঘরে বসে টাকা রোজগারের কথা বললেও আসলে তার মাধ্যমে প্রতারিত হয়েছেন আবেদনকারীরা। প্রতারিত মহিলারা অভিযোগ জানাচ্ছেন যে, বিভিন্ন জিনিস প্যাকিং করার কাজের টোপ দিয়ে তাঁদের থেকে টাকা নিয়েছে অভিযুক্ত ওই সংস্থা। কিন্তু টাকা নেওয়ার পরও তাঁদের কোনও কাজের ব্যবস্থা করা হয়নি। প্রতারিত মহিলাদের এমন অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষরা। সংস্থার দুই সদস্যকে হাতের কাছে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সংস্থার সদস্যদের তাঁরা মারধর করে একটি ঘরে আটকেও রাখেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই এলাকায় আসে বরাকর থানার পুলিশ। কিন্তু পুলিশকে দেখে স্থানীয় মানুষরা আরও ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সামাল দিতে কুলটি থানা, নিয়ামতপুর ফাঁড়ি ও সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশকে ছুটে যেতে হয় আটক ওই সংস্থার দুই সদস্যকে উদ্ধার করার জন্য। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক চেষ্টার পর পুলিশ ওই দুজনকে উদ্ধার করতে পেরেছে।


আরও পড়ুন - West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর


অভিযুক্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতারণা নয় বরং গরীব মহিলাদের স্বনির্ভর করে তোলাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। আসানসোলের বিভিন্ন জায়গায় তাঁদের আরও সেন্টার রয়েছে এই কাজের। কিন্তু লকডাউনে কিছু অসুবিধা হওয়ায় এই সমস্যার তৈরি হয়েছে বলে তাদের দাবি।  পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন - Asansol: আসানসোল জামুড়িয়া থানার জাতীয় সড়কের পাশে বেসরকারি কারখানায় আগুন